মোটা মাইনের চাকরি ছেড়ে বেড়াল নিয়ে জলে ভাসলেন যুবক, এর পরের ঘটনা আপনাকে মুগ্ধ করবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-মাত্র ২৯ বছর বয়স। কম বয়সেই চাকরিতে যোগ দেন। এখন মোটা টাকা মাইনে পাচ্ছিলেন। সে চাকরি তিনি ছেড়ে দিলেন। আচমকাই সিদ্ধান্ত। প্রতিদিন সেজেগুজে অফিসে যাওয়া। তারপর সেখানে ঘড়ি ধরে কাজ। এসব করতে করতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন।

২৯ বছর বয়সেই চাকরির প্রতি এক গভীর অনীহা জন্মায় তাঁর। যদিও তাঁর মাইনে ছিল বাৎসরিক ১ কোটি ২৮ লক্ষ টাকা। তারপরও আচমকাই ছেড়ে দেন চাকরিটা।

তুলে নেন অবসরের পর পরিকল্পনা করে জমানো টাকাও। এই সব টাকা নিয়ে তিনি তারপর বেড়িয়ে পড়েন নিজের স্বপ্ন পূরণে। সঙ্গে নেন তাঁরা পোষা বিড়াল ফিনিক্সকে। তারপর সোজা হাজির হন সমুদ্রের ধারে।

আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন

আমেরিকার অরিগন-এর বাসিন্দা অলিভার উইজার-এর কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। তিনি সমুদ্রের ধারে পৌঁছে একটি নৌকা কেনেন। তার দাম পড়ে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ লক্ষ টাকার মতন।

সেই নৌকা নিয়ে অলিভার ভেসে পড়েন প্রশান্ত মহাসাগরে। দুর্গম সমুদ্রে তিনি তাঁর নৌকা নিয়ে এগিয়ে চলেন। গন্তব্য স্থির করেন হাওয়াই দ্বীপপুঞ্জ। সাথী বলতে তাঁর বেড়াল।

তিনি ভেসে চলেন প্রশান্ত মহাসাগরের অনন্ত জলরাশির ওপর দিয়ে। ক্রমশ স্থলভাগ থেকে দূরে যেতে থাকেন। সমুদ্রের মাঝে কিন্তু তাঁর আনন্দে খামতি ছিলনা। এটাই তো চেয়েছিলেন তিনি। একেই তো বলে স্বপ্ন পূরণ।

সাহসে ভর করে চাকরি ছেড়ে অলিভারের এই অ্যাডভেঞ্চার কোনও কাহিনির চেয়ে কম নয়। বিশ্বজুড়ে নানা সংবাদমাধ্যমে তাঁর এই কাহিনি বহু মানুষের মনের কোণায় লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছাকে জাগ্রত করেছে। অলিভারের মতই ডানা মেলতে চাইছেন তাঁরাও।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন