মোদির ভাষণের আগেই মুখ খুললেন ট্রাম্প, যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে ফের বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার হোয়াইট হাউসেই এক কর্মসূচিতে তিনি জানান, যুদ্ধ বন্ধ না হলে তিনি ভারত-পাকিস্তান ২ দেশকেই ব্যবসা বন্ধের চাপ দিয়েছিলেন। ট্রাম্পের বক্তব্য, যুদ্ধ বন্ধ না হলে ব্যবসায় প্রভাব পড়বে বলেও জানিয়েছিলেন তিনি। সুতরাং ট্রাম্পের দাবি, ভারত পাকিস্তান ২ দেশের মধ্যে যুদ্ধ বিরতির নেপথ্যে ছিল ব্যবসাই। তিনি জানান, ভারত ও পাকিস্তান ২ দেশকেই বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

অপারেশন সিন্দুর কার্যকর হওয়ার পর হওয়ার পর আজই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি কী বলেন তা জানতে মুখিয়ে রয়েছে দেশ সেই আবহে ট্রাম্পের দাবি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন