Bangla News Dunia, Pallab : ‘ওরা বলেছিল মোদিকে বলতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমাদের সেনা যোগ্য জবাব দিয়েছে।’ ‘অপারেশন সিন্দুর’ (Operation sindoor) নিয়ে এমনটাই বললেন পহেলগাঁও হামলায় স্বামীকে হারানো সদ্যবিবাহিতা যুবতী হিমাংশী নারওয়াল (Himanshi Narwal)। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারান ২৫ পর্যটক সহ ২৬ জন। ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে জঙ্গিরা পর্যটকদের খুন করেন বলে জানান সেখানে উপস্থিত নিহতদের পরিবারের লোকেরা। সেই পহেলগাঁও হামলার মুখ হয়ে উঠেছিলেন মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর নিথর দেহ আঁকড়ে বসে থাকা সদ্যবিবাহিত যুবতী হিমাংশী। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই যেন সকলের হৃদয়কে নাড়িয়ে দিয়ে যায়।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরিদকেতে লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। অপারেশন সিঁদুরের পর যেন ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে স্বজন হারানো মৃতদের পরিবারের। তেমনই একজন হিমাংশী নারওয়াল। প্রয়াত নৌসেনার লেফটেন্যান্ট জেনারেল বিনয় নরওয়ালের (Lieutenant Vinay Narwal) স্ত্রী বলেন, ‘আমি ওদের বলেছিলাম মাত্র ৬ দিন আগে আমার বিয়ে হয়েছে, দয়া করে ছেড়ে দিন। ওরা বলেছিল মোদির কাছে গিয়ে দয়া ভিক্ষা করো। আজকে মোদিজি এবং আমাদের সেনা ওদের যোগ্য জবাব দিয়েছে। আমরা ২৬টি পরিবার সেদিন যা যন্ত্রণা পেয়েছিলাম, সেই যন্ত্রণা আজ সীমান্তের ওপারেও পৌঁছে দেওয়া হয়েছে।’
হিমাংশীর কথায়, ‘আমার স্বামী প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন। তিনি শান্তি রক্ষা করতে চেয়েছিলেন, নিরীহ মানুষের জীবন রক্ষা করতে চেয়েছিলেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে এই দেশে কোনও ঘৃণা এবং সন্ত্রাস যেন না থাকে। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি তাঁদের অনুরোধ করছি, তাঁরা এটি এখানেই যেন শেষ না করে। আমি চাই তাঁরা নিশ্চিত করুক, যে এটি আমাদের দেশে সন্ত্রাসবাদের অবসানের কেবল শুরু।’ বিনয় নারওয়ালের বাবা রাজেশ নরওয়াল বলেন, ‘যখন এই ঘটনা ঘটল তখনই বলেছিলাম ভারত সরকারের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আজ ওরা ওদের কাজ করল।’