মোবাইল ফোন সুইচ অফ রাখতে বলছে সিপিএম ! জানেন কেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

CPM

Bangla News Dunia, Pallab : রাত ৯টা থেকে সাড়ে ৯টা মোবাইল ফোন সুইচ অফ রাখতে বলছে সিপিআই(এম)। নির্দিষ্ট কোনও একদিন নয়, প্রতিদিনই এই কাজ করতে আর্জি জানিয়েছে সিপিআইএম। কেন হঠাৎ এই আর্জি?

আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন

যুদ্ধ বিধ্বস্ত মানুষদের জন্য এই আর্জি সিপিআইএমের। এই প্রচারের নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্স ফর গাজা’। প্যালেস্তাইনের মানুষদের পাশে দাঁড়াতে রোজ রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল ফোন সুইচ অফ রাখার আর্জি জানিয়েছে।

ডিজিটাল রেজিস্ট্যান্সের আর্জি জানিয়ে সিপিআই(এম)-র তরফে বলা হয়েছে, এই সময়ে যেন কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন বা লাইক-কমেন্ট না করেন। ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই সিপিআই(এম)-র দাবি, এই অভিযানের মাধ্যমে বার্তা দেওয়া হবে যে যুদ্ধাপরাধের বিরুদ্ধে কণ্ঠ রোধ করা যাবে না।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত একটি রিপোর্ট তুলে ধরে সিপিআই(এম)-র দাবি, একাধিক মাল্টি-ন্যাশনাল কর্পোরেশন গাজায় ইজরায়েলের নৃশংস অত্যাচার চালাতে মদত দিয়েছে।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন