Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে মাছ চাষ ও সামুদ্রিক সম্পদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা (PMMSY). এই প্রকল্পটি ২০২৫ সালে আরও আধুনিক রূপে সামনে এসেছে, যার মূল উদ্দেশ্য হলো দেশে মাছ উৎপাদন বাড়ানো, মৎস্য জীবীদের আয় বৃদ্ধি এবং রফতানি বাড়ানো। কেন্দ্র সরকার বিশ্বাস করে, কৃষির পাশাপাশি মাছ চাষও ভারতের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা ২০২৫
এই প্রতিবেদনে জেনে নিন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার ২০২৫ সালের সংস্করণে কারা সুবিধা পাবেন, কি কি সুবিধা দেওয়া হবে এবং কিভাবে এই স্কিম দেশের মাছ চাষ শিল্পকে বদলে দিতে পারে। দেশের বিভিন্ন প্রকারের মানুষদের জন্য কেন্দ্রের তরফে অনেক ধরণের প্রকল্প নিয়ে আসা হয়েছে। এবারে মাছ চাষের জন্য এই প্রকল্প নিয়ে এসে একই সঙ্গে অনেক কিছু করার চেষ্টা করা হল এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
কারা এই স্কিমের সুবিধা পাবেন?
- ক্ষুদ্র ও প্রান্তিক মাছ চাষিরা
- স্টার্টআপ ও যুব উদ্যোক্তা
- স্বনির্ভর গোষ্ঠী (Self Help Groups)
- প্রাইভেট সেক্টর ফার্ম ও উদ্যোক্তা
- সরকারি বা বেসরকারি সংস্থা যারা একোয়াকালচার বা ফিশ প্রসেসিংয়ের সাথে যুক্ত
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মূল লক্ষ্য
২০২৫ সালের মধ্যে দেশে মাছ উৎপাদন ২২ মিলিয়ন টনে উন্নীত করা, মৎস্য রফতানি বাড়িয়ে বছরে ১ লক্ষ কোটি আয় করা, আধুনিক ফিশ প্রসেসিং সেন্টার ও চেইন ডেভেলপমেন্ট, বেকার যুবকদের স্বনির্ভর বানানো এবং এই কাজে সারা দেশে কয়েক লক্ষ চাকরি সম্ভব আর এই কারণের জন্য অনেকটা বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ও বাজারে মাছের দাম কমারও সম্ভাবনা আছে।
PMMSY 2025 কি কি সুবিধা পাওয়া যাবে?
মাছ চাষের পুকুর বা জলাশয় তৈরি ও আধুনিকীকরণে সরকারী ভর্তুকি, মাছ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং পরিবহনে প্রযুক্তি সহায়তা, বায়োফ্লক ও রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেমে বিনিয়োগে সাবসিডি। যুবকদের মাছ চাষে প্রশিক্ষণ প্রদান, আধুনিক ফিশ ফার্মিং প্রযুক্তির সাথে পরিচিতি। ফিশ মার্কেট মডার্নাইজেশন, সরাসরি বিক্রির জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম, এক্সপোর্ট সংক্রান্ত সহায়তা।
PMMSY Online Apply 2025
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, স্থানীয় ফিশারিজ অফিস থেকে ভেরিফিকেশন করান, প্রকল্প অনুযায়ী আবেদন মঞ্জুর হলে সুবিধা পাওয়া যাবে। আর কোন কম বয়সি ছেলে বা মেয়েরা এই সুবিধা কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাড়িয়ে স্বনির্ভর হয়ে বাকি আরও অনেককে কাজ দেওয়ার জন্য প্রস্তুত হতে পারবেন।
এই যোজনার ফলে শুধুমাত্র মাছ উৎপাদনই বাড়বে না, বরং গ্রামীণ কর্মসংস্থান, রফতানি আয় ও খাদ্য নিরাপত্তাতেও বড় সড় পরিবর্তন আসবে। বিশেষ করে যেই সব অঞ্চলে চাষ যোগ্য জমি কম কিন্তু জলাধার রয়েছে, সেই সব এলাকায় এই স্কিম নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আপনি যদি মাছ চাষ শুরু করতে চান বা আগে থেকেই মাছ চাষের সাথে যুক্ত থাকেন, তাহলে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা আপনার জন্য একটা দারুণ সুযোগ হতে পারে।
আরও পড়ুন:- পৃথিবীতে জীবনের শেষ কবে ? হিসেবে করে বলে দিলেন বিজ্ঞানীরা। জেনে নিন
আরও পড়ুন:- ১ লা জুন থেকে বদলাচ্ছে ট্রাফিক আইন, জেনে নিন নতুন নিয়ম ও জরিমানার বিধি