Bangla News Dunia, দীনেশ :- ওয়াকফ (সংশোধনী) আইন (Waqf Law) ২০২৫ নিয়ে শুনানিতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। মঙ্গলবার মামলার শুনানিতে, প্রধান বিচারপতি বি আর গাভাই ও অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায়, ‘এটি সাংবিধানিকতার বিষয়… আদালত সাধারণত হস্তক্ষেপ করে না.. তাই যদি না আপনি খুব শক্তিশালী যুক্তি দেন.. কারণ অনুমানটি আইনের গঠনের সঙ্গে সম্পর্কিত।’ ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ১৫টিরও বেশি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের মধ্যে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এআইমিম, আরজেডি, ডিএমকে প্রভৃতি বিরোধী রাজনৈতিক দল যেমন রয়েছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডও রয়েছে। ওই মামলাগুলির যাতে একতরফা শুনানি না হয়, সেইজন্য কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন
এপ্রিল মাসেই সংসদের উভয়কক্ষে আলোচনার পর বিলটি পাশ হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে ওই বিলে সম্মতি দেওয়ায় সেটি আইনে পরিণত হয়ে গিয়েছে। যদিও আইনের বৈধতা বিচার করে দায়ের করা মামলাগুলি একত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে শুনানি শুরু হয়। সঞ্জীব খান্না অবসর নেওয়ায় নতুন প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে এখন শুনানি চলছে। এদিন গোটা শুনানি পর্বে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বলের দাবি, ওয়াকফ আইন সংবিধানের অনুচ্ছেদ ১৪, ২৫ ও ২৬-কে লঙ্ঘন করছে। নতুন আইন ওয়াকফ সম্পত্তি দখল করার উদ্দেশ্যে আনা হয়েছে। তাঁর কথায়, ‘ওয়াকফ দানের সম্পত্তি। এটি অন্য কাউকে হস্তান্তর করা যায় না। একবার যেটি ওয়াকফ সম্পত্তি আওতাভুক্ত হয়। তা চিরকাল ওয়াকফই থাকে।’ যদিও প্রধান বিচারপতি বলেন, ‘এমনটা হয়। আমি মন্দিরের ক্ষেত্রেও দেখেছি। আমি দরগায় যাই। সেখানেও এইটাই হয়।’ বিচারপতির দাবি, ‘যতক্ষণ না কোনও নির্দিষ্ট ও জোরদার মামলা হচ্ছে, আদালত এতে ঢুকতে পারবে না।’ শুনানি চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
গত ২০ মে শুনানির সময়, শীর্ষ আদালত বলে যে তারা আদালত কর্তৃক ওয়াকফ হিসাবে ঘোষিত সম্পত্তি বাতিল করার ক্ষমতা, ওয়াকফ-বাই-ইউজার সহ তিনটি বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করার আগে সব পক্ষের যুক্তি শুনবে। আজকের শুনানির সময়, আবেদনকারীরা নতুন ওয়াকফ আইনের বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে এর সাংবিধানিক বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘নতুন আইনটি ওয়াকফকে রক্ষা করার জন্য আনা হয়েছে। কিন্তু এটি আদতে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য তৈরি করা হয়েছে।’
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন