যুক্ত ছিলেন অক্ষয়ের ‘খিলাড়ি’ সিরিজে, ভেদ প্রকাশ শর্মার গল্প ফের পর্দায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তাঁর লেখা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে তৈরি হয়েছে একাধিক সিনেমা ৷ যাঁর মধ্যে জনপ্রিয় হয়েছে অক্ষয় কুমারের ‘খিলাড়ি’ সিরিজের দুটি সিনেমা ‘সবসে বড়া খিলাড়ি’ (1995) ও ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ ৷ ফের একবার লেখক ভেদ প্রকাশ শর্মার গল্প আসতে চলেছে পর্দায় ৷ গল্পের সত্ত্ব কিনল অলমাইটি মোশন পিকচার্স প্রযোজনা সংস্থা ৷

ইন্ডিয়ান পাল্প ফিকশন বিভাগে জনপ্রিয় লেখক ভেদ প্রকাশ শর্মা ৷ তাঁর লেখা 8টি গল্পের সত্ত্ব কিনল অলমাইটি মোশন পিকচার্স প্রযোজনা সংস্থা ৷ অর্থাৎ অডিয়ো-ভিজ্যুয়াল দুই ক্ষেত্রেই গল্পকে টেলিভিশনের পর্দায় হোক বা সিনেমার পর্দায় আনার একমাত্র অধিকার থাকল এই প্রযোজনা সংস্থার ৷ সুপারস্টার, দহেজ মে রিভলবার, জাদু ভরা জল, কাতিল হো তো অ্যায়সা, শাকাহারি খঞ্জর, মাদারি, নসিব মেরা দুশমন-এর মতো গল্প এবার উঠে আসবে পর্দায় ৷

আরও পড়ুন:- পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

অলমাইটি মোশন পিকচারের প্রতিষ্ঠাতা প্রভলিন সান্ধু বলেন, “এটি কেবল একটি অর্জন নয় – এটি একটি শ্রদ্ধাঞ্জলি। বেদ প্রকাশ শর্মাজি আইকনিক গল্পকারদের মধ্যে একজন। তাঁর গল্পগুলি আমাদের দেশের জনপ্রিয় সাহিত্যকে রূপ দিয়েছে। সেগুলিকে পর্দায় তুলে ধরা একটি স্বপ্নপূরণের সঙ্গে গভীর দায়িত্ বর্তায় ৷ আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা শাগুন শর্মা এবং মধু শর্মাজির কাছে কৃতজ্ঞ । তুলসী পেপার বুকসের সহ-প্রতিষ্ঠাতা শাগুন শর্মা বলেন “এটি আমাদের পরিবারের জন্য এবং আমার বাবার কাজের ভক্তদের জন্য একটি আবেগঘন মুহূর্ত। সিনেমার মাধ্যমে তার গল্পগুলিকে নতুন রূপে দর্শকদের সামনে আনা, সত্যিই দুর্দান্ত প্রস্তাব ৷”

প্রসঙ্গত, ভেদ প্রকাশ শর্মা উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা ৷ তিনি 176টি উপন্যাস লিখেছেন ৷ তাঁর লেখা গল্প বহু মাঙ্গে ইনসাফ অবলম্বনে 1985 সালে তৈরি হয়েছে বহু কি আওয়াজ ৷ পাশাপাশি 1992 সালে রমেশ মোদি পরিচালিত আরমান কোহলি ও আয়েশা জুলকা অভিনীত ‘আমন’ সিনেমা ভেদ প্রকাশ শর্মার গল্প অবলম্বনে তৈরি হয়েছে ৷ পাশাপাশি 2010 সালে জিটিভি-তে ‘কেশভ পণ্ডিত’ সিরিজ-এর প্রতিটি চরিত্র নির্মান করেছেন ভেদ প্রকাশ শর্মা ৷ পাশাপাশি তিনি তৈরি করেছেন ‘তুলসি কমিকস’ ৷ তৈরি করেছেন ‘জাম্বু’র মতো মজাদার চরিত্র ৷ দীর্ঘ সময় পর আবারও ভেদ প্রকাশ শর্মার কাহিনী আসতে চলেছে রূপোলি পর্দায় ৷

আরও পড়ুন:- আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যাবে মানুষ ? গবেষণায় চাঞ্চল্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন