যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত’, মন্তব্য বিমান-সেলিমদের

By Bangla News Dunia Dinesh

Published on:

biman basu , cpm

Bangla News Dunia  , Pallab :  ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) যুদ্ধ পরিস্থিতি। চড়ছে উত্তেজনার পারদ। তবে যুদ্ধের পক্ষে নয় সিপিএম। আবারও তা স্পষ্ট করলেন দলের বর্ষীয়ান নেতা বিমান বসু ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ জানাতে শুক্রবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বর্ষীয়ান সিপিএম নেতারা। বিমান বসু (Biman Basu) বলেন, ‘কাশ্মীরে জঙ্গিহানার জবাবে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে যে কাজটা করেছে, সেটা ভালো। তবে এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত।’

বিমান বসু বলেন, ‘রবীন্দ্রনাথও যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। কারণ, যুদ্ধ ধ্বংসের প্রতীক।’ একই সুরে সেলিম বলেন, ‘যুদ্ধ বলুন বা শান্তি, সব প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক। সেজন্যই উনি বিশ্বকবি।’ সেলিমের কথায়, ‘এরকম যুদ্ধে কেউই জয়ী হয় না। কারণ, সেনায় সেনায় যুদ্ধ হলে সীমান্তের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন