যুদ্ধ আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, বড় সিদ্ধান্তের পথে BCCI

By Bangla News Dunia Dinesh

Updated on:

ipl

Bangla News Dunia, দীনেশ :- ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। বৃহস্পতিবার রাতে গভর্নিং কাউন্সিলের জরুরি একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। গতকাল ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। তড়িঘড়ি দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। এই বছর সেপ্টেম্বরে বাকি ম্যাচগুলি করার কথা ভাবতে পারে বোর্ড। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন

বৃহস্পতিবার আইপিএলের ম্যাচের মাঝেই জম্মুতে শুরু হয়েছিল পাকিস্তানের হামলা। প্রত্যাঘাত করে ভারতও। ভারতের মিসাইল হানায় লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহর। এই যুদ্ধ আবহে ধর্মশালায় বাতিল হয়ে যায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল মাইকে দর্শকদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে

আইপিএলের সূত্রে জানা গিয়েছে, যুদ্ধ আবহে শুধু নিরাপত্তার কারণেই নয় মানবিক কারণেও আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। বৈঠকে আলোচনা হয়েছে, যেখানে ভারত-পাক সংঘর্ষ হচ্ছে, সেখানে আইপিএলের মতো বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু। ফলে, প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি।

আরও পড়ুন:- ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

প্রসঙ্গত, আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার পঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরে হতে পারে আইপিএলের বাকি ম্যাচ গুলি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন