যুদ্ধ আবহে করাচিতে ভিড়ল তুরস্কের যুদ্ধজাহাজ, তবে কি পাকিস্তানের পাশে তুর্কি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- করাচির বন্দরে ভিড়ল তুরস্কের যুদ্ধ জাহাজ। রবিবার এমনই এক ছবি প্রকাশ করল পাক নৌসেনা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই আবহে পাক ভূমিতে তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি নতুন করে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে ওয়াকিবহাল বহল।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

ভারত-পাকিস্থানের যুদ্ধপরিস্থিতির মধ্যেই করাচির বন্দরে ভিড়ল তুরস্কের যুদ্ধ জাহাজ টিসিজি বুয়ুকডা। পাক নৌসেনার তরফে এই তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তান-তুরস্ক এই দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকডা পাকিস্তানে পৌঁছেছে। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ এই তুরস্ক। আগেও পাকিস্তানকে আগোস্টা ৯০বি ক্লাস সাবমেরিনের আধুনিকরণ, ড্রোন-সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে তুরস্ক। প্রায়শই যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশের সেনা। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে করাচিতে তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি মোটেই সহজভাবে দেখছে না বিশেষজ্ঞমহল। অন্যদিকে, পহেলগাঁও আবহে গত ২৭ এপ্রিল পাকিস্তানের করাচির বিমানবন্দরে নেমেছিল তুরস্কের সাতটি হারকিউলিস বিমান। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

পহেলগাওঁয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধে পাল্লা দেওয়া সম্ভব নয় দেখেই ভারতকে পারমানবিক হামলার হুমকি দেওয়ার পাশাপাশি চিন-সহ অন্যান্য বন্ধুদেশের কাছে সাহায্যের জন্য হাত পেতেছে পাকিস্তান। সম্প্রতি তুরস্কের রাষ্ট্রদূত ইরফান নেজিরগুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এবার করাচির বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ আগমন নতুন করে জল্পনা তৈরি করেছে।

আরও পড়ুন:- মে মাসে ট্রেনের টিকিট বুকিংয়ে নিয়ম বদলেছে, না জানা থাকলে জেনে নিন

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম চালু, জানা জরুরি

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন