Bangla News Dunia, Pallab : সিন্ধু জলচুক্তি স্থগিতের পর এবার বাগলিহার বাঁধ দিয়ে চন্দ্রভাগার জল প্রবাহ বন্ধ করল ভারত। ঝিলম নদীর উপর কিশনগঙ্গা বাঁধের ক্ষেত্রেও একই ধরণের পদক্ষেপ করা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ
রামবানের বাগলিহার এবং উত্তর কাশ্মীরের কিশনগঙ্গা বাঁধের মাধ্যমে পশ্চিমমুখী জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। কখন জল আটকানো হবে, কখন ছাড়া হবে, সে বিষয়ে এতদিন পাকিস্তানকে আগাম সতর্ক করা হত। কিন্তু পহেলগাম হামলার পর পরিস্থিতি বদলেছে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। যার ফলে আর কোনও বাধ্যবাধকতা নেই ভারতের। ভারত চুক্তির শর্ত না মানলে ইচ্ছামতো জলপ্রবাহ আটকে দিতে পারে বা বাড়তি জল ছাড়তে পারে। দুই ক্ষেত্রেই পাকিস্তানে সংকট তৈরির আশঙ্কা রয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা রবিবার জানিয়েছে, বাগলিহার বাঁধের মাধ্যমে চন্দ্রভাগার জল আটকে দিয়েছে ভারত। একই পরিকল্পনা রয়েছে কিশনগঙ্গা বাঁধ নিয়েও। ভারতের এই পদক্ষেপে চাপে পাকিস্তান।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়