যুদ্ধ বিরতি হলেও জঙ্গি দমন চলবে, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানকে বাঁচতে হলে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো নষ্ট করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সামরিক আক্রমণের পর আজ সোমবার রাত ৮টায় প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর তিনি দ্ব্যর্থহীন ভাষায় পাকিস্তানকে বার্তা দিয়েছেন।

তিনি তাঁর বার্তায় এদিক পাকিস্তান রীতিমতো সতর্ক করে দেন। সেই সঙ্গে জঙ্গিবাদ ও পাকিস্তানের জঙ্গিবাদকে প্রশ্রয় দান যে ভারত ভালভাবে দেখছে না, সেটাও পরিষ্কার করে দেন। ভারতের সঙ্গে আলোচনা করতে হলে পাকিস্তানকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলেও তিনি এদিন স্পষ্ট করে দেন। পাশাপাশি ভারত যে বিরতিকে সংঘর্ষবিরতি হিসেবে দেখছে না। শুধুমাত্র নজর রেখে অ্যাকশন পরিস্থিতিতে বিরতি দিয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের সঙ্গে কথা হলে জঙ্গিবাদ, পাক অধিকৃত কাশ্মীর (POK) নিয়ে হবে। জঙ্গিবাদ আর আলোচনা একসঙ্গে চলবে না। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।” তিনি আরও বলেন, আজ বুদ্ধ পুূর্ণিমা। বুদ্ধ যেভাবে শান্তির রাস্তা দেখিয়েছেন সেইপথেই মানবতার পথে শান্তিতে ভারতীয়রা যাতে বাঁচে সেই ব্যবস্থা করা হবে। ভারতীয়রা শান্তিতে বাঁচুক। বিকশিত ভারতের বাসিন্দারা যাতে শান্তিতে থাকতে পারে, এর জন্য ভারতকে শক্তিশালী হতে হবে। আর সে জন্য শক্তি প্রয়োগ করাও জরুরি। ভারতের সেনা ও সশস্ত্র বলকে তিনি কুর্নিশ জানান।

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী মোদী ক্রমাগত সক্রিয় রয়েছেন। অপারেশন সিঁদুরের পর, তিনি একটানা বৈঠক করছিলেন। তিনি ক্রমাগত সেনাপ্রধান, সিডিএস, এনএসএ-র কাছ থেকে অভিযানের খবর নিচ্ছিলেন।

চার দিনের উত্তেজনার পর শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তারপর থেকে আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা কমেছে। যুদ্ধবিরতির পর, আজ তিন বাহিনীর ডিজিএমওরা অপারেশন সিঁদুর নিয়ে একটি সংবাদিক সম্মেলন করেছেন। এই সাংবাদিক সম্মেলনে, তিন সেনাবাহিনীই বলেছে যে যুদ্ধবিরতি হয়েছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত। রবিবারও ডিজিএমওর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন