যুদ্ধ হলে অর্থনৈতিক ভাবে শেষ হবে পাকিস্তান ! মুডিস রিপোর্টে কী ইঙ্গিত ?

By Bangla News Dunia Dinesh

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দুদেশের ভেতর কূটনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েই চলেছে। এমত পরিস্থিতিতে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিস রেটিংয়ের রিপোর্ট-এ বলা হয়েছে, পহেলগাঁও কাণ্ডের পরবর্তী সময়ের এই অস্থিরতার প্রভাব পাকিস্তানের অর্থনীতিকে অনেক বেশি প্রভাবিত করবে। টান পড়তে পারে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের নীরিখে পাকিস্তান থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। যেখানে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮৮ বিলিয়ন ডলারের(ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ কোটি টাকা)। সেখানে পাকিস্তানের হাতে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ ১৫ বিলিয়ন ডলার(ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ কোটি টাকা)। ফলত পাকিস্তানকে যে ভারতের তুলনায় অনেক বেশি বিদেশি সাহায্যের ভরসায় থাকতে হয় সে কথা বলাই বাহুল্য।

কোভিড অতিমারির পরবর্তী সময়কালে পাকিস্তানের অর্থনীতি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে মুডিস রিপোর্ট অনুযায়ী, আইএমএফ প্রকল্পের অধীনে থাকাকালীন পাক অর্থনীতি ধীরে ধীরে উন্নতির মুখ দেখছে। এমত অবস্থায় যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাঁধে তবে পাক অর্থিনীতিতে পুনরায় ধস নামার আশঙ্কা রয়েছে। এই দিক থেকে অনেকটাই সুরক্ষিত জায়গায় রয়েছে ভারত। তবে রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ চললে বৃদ্ধি পেতে পারে ভারতের প্রতিরক্ষা খাতে খরচ। সেই পরিস্থিতে প্রভাবিত হতে পারে ভারতীয় অর্থনীতি

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন