‘যেন কাঁপছিল মাটি’, মধ্যরাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন গ্রামের বাসিন্দারা 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ঘড়ির কাঁটা তখন ১টা ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ। গভীর ঘুমে আচ্ছন্ন সীমান্তবর্তী গ্রামগুলি। রাতের শান্তি ভঙ্গ করে কান ফাটানো একটা আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই পর পর বিস্ফোরণে কেঁপে উঠল মাটি। সীমানার ওপারে তখন ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে ভারতীয় সেনা। মধ্য রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছে না পাক সীমানা সংলগ্ন রাজস্থানের (Rajasthan) তিন গ্রাম খাজুওয়ালা, রাওওয়ালা এবং ঘাডিসানা।

আরও পড়ুন : ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে মৃত পাকিস্তানি নাগরিক

খাজুওয়ালা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘রাত ১টা নাগাদ আমরা বেশ কয়েকটা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তীব্র আতঙ্কে সবাই বাইরে বেরিয়ে আসি। মনে হচ্ছিল, ভূমিকম্প হচ্ছে। মাটি কাঁপছিল পায়ের তলায়। সকালে আমরা জানতে পারি, পহলগামে হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। আমরা গর্বিত।’ ওই গ্রামেরই বাসিন্দা এক মহিলা কাঁপা কণ্ঠে বলেন, ‘পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা এই ভয়তে রয়েছি যে এরপর কী হবে! আমরা যুদ্ধ চাই না।’

একই ছবি দেখা গিয়েছে রাওওয়ালা এবং ঘাডিসানা গ্রামেও। ঘাডিসানা গ্রামের এক তরুণের কথায়, ‘বিস্ফোরণের কান ফাটানো শব্দে আমরা টিকতে পারছিলাম না। শীঘ্রই গোটা গ্রামের বাসিন্দারা এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল। কেউই একা থাকতে চাইছিল না।’

আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন