‘যে কোনও জঙ্গি হামলা যুদ্ধ হিসেবেই বিবেচিত হবে’, বড় সিদ্ধান্ত ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদি সরকারের। ভারতের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবেই বিবেচনা করা হবে। শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

কেন্দ্রের তরফে শনিবার জানানো হয়েছে, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ – পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর এই চারটি ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পালটা হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের ছয়টি বিমান ঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়েছে। এগুলি হল রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়া।

এদিন কাকভোর থেকে ‘হেভি শেলিং’ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ তিনজনের। পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করেছে ভারত। অপারেশন সিঁদুরে নিহত ৫ শীর্ষ লস্কর ও জইশ জঙ্গির পরিচয়ও প্রকাশ্যে আনা হয়েছে এদিন।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন