যোগ্যতা থাকা সত্ত্বেও সাফল্য পাচ্ছেন না ? মেনে চলুন কিছু নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- যোগ্যতা থাকা সত্ত্বেও সাফল্য পাচ্ছেন না ? জীবনে চলার পথে অনেক রকমের বাধার সামনে পড়তে হয়। জীবনে চলার পথে কোনো ক্ষেত্রে হোঁচট খেলে আমরা আবারও সুখের খোঁজে কোন অভিজ্ঞ জ্যোতিষীর দরজায় গিয়ে কড়া নাড়ি। কিন্তু কিছু উপায় মেনে চললে আমরা ভালো থাকতে পারি। জানেন কি আসলে যারা সবার ওপর নিজের সাফল্য পথে সক্ষম হচ্ছেন, তারা জন্মগত শুক্র, বুধ, রবি গ্রহের কৃপা নিয়ে জন্মেছেন।

jonmokusti / rashifol

অর্থাৎ জন্ম কুন্ডলিতে ঐসব গ্রহ অবস্থান খুব ভালো ভাবে হয়েছে। কিন্তু আপনার হয়তো গ্রহদের অবস্থান জন্মকুন্ডলিতে ভালো নয়, তাই আপনারা সবটুকু উজাড় করে করেও সবার চোখে অপ্রিয় হয়ে থাকছেন। তাই নিজেকে সবার চোখে প্রিয় করার সেই আকর্ষণ শক্তি আরও বাড়ানোর কিছু টোটকা জেনে নিন—-

১. নিজেকে প্ৰিয় পাত্র করে তুলতে সাদা ও সবুজ রঙের জামাকাপড় বেশি করে পড়ুন। কালো ও নীল রং একটু ত্যাগ করুন। বুধবার বিকেল ৪ টার সময় ৪ টে ঘি-র লাড্ডু দিয়ে গনেশ দেবতাকে পূজা দিন সঙ্গে দূর্বা দিতে ভুলবেন না। মনে মনে ৪ বার মন্ত্র পড়ুন ওঁ গণ গনপতৈই নমঃ

২. রোজ রবি বা সূর্য দেবের পূজা করুন। একটি তামার পাত্রে সাদা তিল, লাল চন্দন, কর্পূর, অষ্টগন্ধ্যা, জবা ফুল দিয়ে অর্ঘ্য দিন। সঙ্গে এই মন্ত্র —-

ওঁ জবাকুসুম সংঙ্কাশং কাশষ্যপেয়ং মহাদুত্তিম
ধানতারিং সর্ব পাপোঘনং প্রণতহোশমি দিবাকরম
ওঁ নমঃ ভগবতে শ্রী সূর্যায়ো নমঃ

আরো পড়ুন :- নুনের গুণে ফিরবে সুখ ! জানুন কিভাবে

 নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন আরো সব সময় পসিটিভ ভাবুন।

Highlights

1. যোগ্যতা থাকা সত্ত্বেও সাফল্য পাচ্ছেন না ? 

2. নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন

#Astro Tips #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন