Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক (India-Pakistan)। বিগত কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির ঘটনাও ঘটেছে দুই দেশের মধ্যে। এই উত্তেজনার আবহেই এবার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। ভারতকে যেকোনও পদক্ষেপই দায়িত্বশীলভাবে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
আরও পড়ুন:- পহেলগাম হামলার মাস্টারমাইন্ড প্রাক্তন পাক প্যারা-কম্যান্ডো হাশিম মুসা, বিস্তারিত জানুন
ইমরানের খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর (PTI) তরফে বুধবার তাঁর বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতে তিনি বলেছেন, ‘দেড়শো কোটি জনসংখ্যার দেশ হিসেবে ভারতের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত। পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে ভুল পদক্ষেপ করলে তা ভারতের জন্য ভালো হবে না।’ তিনি আরও বলেন, ‘শান্তি আমাদের অগ্রাধিকার। তবে এটিকে কাপুরুষতা বলে ভুল করা উচিত নয়। ভারতের যে কোনও প্ররোচনামূলক পদক্ষেপের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে। যেমনটা আমার সরকার ২০১৯ সালে সমগ্র জাতির সমর্থনে করে দেখিয়েছিল।’ তবে পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা প্রসঙ্গে ইমরান বলেন, ‘পহেলগাঁওয়ের হামলায় মানুষের প্রাণহানি গভীরভাবে বিরক্তিকর এবং মর্মান্তিক। আমি ক্ষতিগ্রস্তদের এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
“Being a country of 1.5 billion people, India needs to act responsibly instead of messing with a region already known as “nuclear flashpoint.” Peace is our priority, but it should not be mistaken as cowardice. Pakistan has got all the capabilities to give a befitting response to… pic.twitter.com/BVZ9mFKspk
— PTI (@PTIofficial) April 30, 2025
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। কিন্তু এই হামলায় পাক মদতের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে ইসলামাবাদ। কিন্তু ঘটনার জবাবে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা-অটারি সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। পালটা জবাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আরও পড়ুন:- Paracetamol বেশি খেলেই লিভার-কিডনির মারাত্মক ক্ষতি, বিকল্প উপায় কী? জানুন