রক্ষণাবেক্ষণের কাজে রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে কলকাতা মেট্রোর পরিষেবা ৷ তবে সপ্তাহের কাজের দিনে নয়, ছুটির দিনে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

কলকাতায় এখন মেট্রোর বেশ কয়েকটি লাইন রয়েছে ৷ তার মধ্যে একটি মাত্র লাইনে আগামী রবিবার, 18 মে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে ৷ ফলে নির্দিষ্ট ওই লাইনে চলাচলকারী যাত্রীরা সমস্যার সম্মুখীন হবে ৷

কোন লাইনে বন্ধ রাখা হবে পরিষেবা ?

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে পরিষেবা বন্ধ রাখা হবে গ্রিন লাইন 2-এ ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের যে অংশ, সেই অংশকেই গ্রিন লাইন 2 হিসেবে চিহ্নিত করা হয় ৷ সেই লাইনটিতেই আগামী রবিবার পরিষেবা বন্ধ রাখা হবে ৷ মূলত, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

KOLKATA METRO

কলকাতা মেট্রোরেল (ফাইল ছবি)

 

ইস্ট ওয়েস্ট মেট্রো সল্টলেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (গ্রিন লাইন) পর্যন্ত চলার কথা ৷ এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি ৷ সেই কারণে এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করে ৷ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানকে যেমন গ্রিন লাইন 2 হিসেবে চিহ্নিত করা হয়, তেমনই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশকে বলা হয় গ্রিন লাইন 1 ৷

যাত্রী পরিষেবায় প্রভাব ?

হাওড়ার দিক থেকে কলকাতায় যে সমস্ত মানুষ কাজের সূত্রে আসেন, বিশেষ করে সরকার-বেসরকারি কর্মীরা, তাঁরা রবিবার আসেন না ৷ ফলে গ্রিন লাইন 2-তে রবিবার যাত্রী সংখ্যা অনেক কম থাকে ৷ সেই কথা মাথায় রেখেই মেট্রো রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রবিবার রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য পরিষেবা বন্ধ রাখলে প্রভাব খুব বেশি পড়বে না বলেই মত মেট্রো রেল কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন:- কর্মশ্রী প্রকল্পে মজুরি বৃদ্ধি। কারা এই মজুরির সুবিধা পাবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন