রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল ভারত সরকার ! চাঞ্চল্যকর দাবি এক্স-এর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বের টুইটার) মঙ্গলবার এক চাঞ্চল্যকর দাবি করেছে যে, ভারত সরকারই নাকি আইটি আইনের (IT Act) অধীনে রয়টার্স সহ ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল। যদিও পরে জনরোষের মুখে রয়টার্স (@Reuters) এবং রয়টার্স ওয়ার্ল্ড (@ReutersWorld) অ্যাকাউন্ট দুটি আনব্লক করার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনা ভারত সরকার এবং এক্স-এর মধ্যে নতুন বিবাদের জন্ম দিয়েছে।

আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?

প্রসঙ্গত, ভারত সরকার রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করার ক্ষেত্রে কোনও আইনি নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছিল। সেই আবহেই এক্স-এর এই দাবি ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে। রয়টার্সের এক্স হ্যান্ডেল ভারতে “আইনি দাবির প্রতিক্রিয়ায়” ব্লক করা হয়েছে, এমন নোটিশ দেখানোর কয়েক ঘণ্টা পরেই সরকারের পক্ষ থেকে জানান হয়েছিল যে, তাঁদের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি।

মঙ্গলবার এক্স তাঁদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেলের মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, “৩ জুলাই, ২০২৫ তারিখে ভারত সরকার আইটি আইনের ৬৯-এ ধারার অধীনে ভারতে ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়, যার মধ্যে রয়টার্স (@Reuters) এবং রয়টার্স ওয়ার্ল্ড (@ReutersWorld)-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ছিল। নির্দেশ না মানলে ফৌজদারি দায়বদ্ধতার ঝুঁকি ছিল। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কোনও যুক্তি ছাড়াই এক ঘণ্টার মধ্যে অবিলম্বে পদক্ষেপের দাবি জানায় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টগুলি ব্লক রাখার নির্দেশ দেয়।”

তবে, সরকার দুই দিন আগেই এমন কোনও নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছিল, যখন রয়টার্স প্রথম দাবি করে যে, তাঁদের অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে তখন জানান হয়েছিল, “ভারত সরকারের পক্ষ থেকে রয়টার্স হ্যান্ডেল বন্ধ করার কোনও প্রয়োজন নেই। আমরা সমস্যা সমাধানের জন্য ‘এক্স’-এর সঙ্গে ক্রমাগত কাজ করছি।”

ওইসময় রয়টার্স টেক নিউজ, রয়টার্স ফ্যাক্ট চেক, রয়টার্স এশিয়া এবং রয়টার্স চায়নার মতো অনুমোদিত এক্স হ্যান্ডেলগুলি ভারতে অ্যাক্সেসযোগ্য থাকলেও বিশ্ব সংবাদ সংস্থাটির দুটি মূল অফিসিয়াল এক্স অ্যাকাউন্টই অ্যাক্সেস করা যাচ্ছিল না। প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গেলেই একটি নোটিশে দেখানো হচ্ছিল যে, “একটি আইনি দাবির প্রতিক্রিয়ায়” এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে অ্যাকাউন্ট দুটি আনব্লক করে দেওয়া হয়। সেই আবহেই এবার এক্স-এর করা এই নতুন দাবিতে বিতর্কের আগুন যে আরও বাড়বে সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন