Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একদিকে আসন্ন ‘সিতারা জমিন পর’ ছবি ঘিরে বিতর্ক ও সমালোচনার মুখে আমির খান ৷ তার মধ্যেই অভিনেতা জুটি বাঁধছেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ৷ বিগত বেশ কিছু সময় ধরেই ‘দাদা সাহেব ফালকে’-র বায়োপিক নিয়ে বিটাউনের অন্দরে আলাপ আলোচনা চলছে ৷ এবার এই ছবির জন্য আমির খানের সঙ্গে হাত মিলিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি ৷ 2009 সালে ‘থ্রি ইডিয়টস’ এবং 2014 সালে ‘পিকে’ মুক্তি পাওয়ার পর, আমির-রাজকুমার তৃতীয়বারের জন্য জুটি বাঁধছেন একসঙ্গে ৷
গত কয়েকদিন ধরেই ছবিটির কাস্ট নিয়ে চলছিল জোর চর্চা ৷ ‘দাদা সাহেব ফালকে’-র বায়োপিকে রাজকুমার হিরানি এবং আমির খান একসঙ্গে আসতে পারেন বলে জল্পনা ছিল। অবশেষে তা সত্যি প্রমাণিত হয়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ‘দাদা সাহেব ফালকে’-র বায়োপিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সোশাল মিডিয়ায়। তরণ আদর্শ সোশাল মিডিয়ায় লিখেছেন, “দাদাসাহেব ফালকে বায়োপিকের জন্য আমির খান এবং রাজকুমার হিরানি আবার একসঙ্গে। এবার তারা ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জীবনী নিয়ে কাজ করবেন ৷” ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে নির্মিত এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ব্যক্তির অসাধারণ সফরনামা তুলে ধরবে বলে জানা গিয়েছে ৷
ছবির চিত্রনাট্য এবং শুটিং সম্পর্কে তথ্য দিয়ে তরণ আদর্শ পোস্টে লিখেছেন, “চার বছর ধরে চিত্রনাট্যের কাজ চলছে ৷ ‘সিতারে জমিন পার’ মুক্তির পরপরই আমির খান এর প্রস্তুতি শুরু করতে চলেছেন। 2025 সালের অক্টোবর থেকে শুটিং শুরু হবে।” লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক ভিএফএক্স স্টুডিওটি এআই-জেনারেটেড ভিজ্যুয়াল তৈরির জন্য তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও, দাদা সাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসালকর এই ছবির জন্য পূর্ণ সমর্থন এবং অবদান রাখছেন বলে শোনা গিয়েছে ।
আরও পড়ুন:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে ? জানুন
আরও পড়ুন:- কীভাবে হল ‘অপারেশন সিঁদুর’? বিস্তারিত জানাল কেন্দ্র