Bangla News Dunia, Pallab : ভারত-পাক উত্তেজনার আবহে রাজস্থান, পঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অপারেশেন সিঁদুরের পর সীমান্তের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সীমান্তের কাছে অ্যান্টি-ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে। সন্দেহজনক কোনও কার্যকলাপ দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে। পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে স্কুল।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
পাকিস্তানের সঙ্গে হাজার কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে রাজস্থানের। সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে। কাঁটাতারের ওপার থেকে হামলার আশঙ্কায় এই পদক্ষেপ করা হয়েছে। পশ্চিমাঞ্চলের আকাশে যুদ্ধবিমান টহল দেওয়ার কারণে যোধপুর, কিশনগড় এবং বিকানের বিমানবন্দর থেকে বিমান চলাচল ৯ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত টহল দিচ্ছে।
বিকানের, শ্রী গঙ্গানগর, জয়সলমীর এবং বারমের জেলার স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ এবং রেল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। জয়সলমীর এবং যোধপুরে মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে। পঞ্জাবেও সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তে উত্তেজনার কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন।