রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার গরিব ও প্রান্তিক মানুষের জন্য জয় বাংলা পেনশন প্রকল্প (Jai Bangla Pension Scheme) চালু করেছে। এই প্রকল্পে প্রতিমাসে ১০০০ টাকা পেনশন দেওয়া হবে নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী। রাজ্যের অসহায় ও দরিদ্র নাগরিকরা যাতে বয়স্ক অবস্থায় আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকতে পারেন, সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এবারে কীভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

জয় বাংলা পেনশন প্রকল্প প্রতিমাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা!

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • বয়স হতে হবে কমপক্ষে ৬০ বছর বা তার বেশি
  • তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের মানুষ অগ্রাধিকার পাবেন
  • যাদের পরিবারের মাসিক আয় খুব কম, তারাই মূলত সুবিধা ভোগী হবেন
  • যারা অন্য কোনো সরকারি পেনশন পান না তারাই এই সুবিধা পাবেন

জয় বাংলা পেনশন প্রকল্প পরিমাণ ও প্রদানের নিয়ম

প্রতিমাসে ১০০০ করে আর্থিক সহায়তা পাওয়া যাবে, টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক একাউন্টে পাঠানো হবে, পেনশনের অর্থ DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে দেওয়া হবে জয় বাংলা পেনশন আবেদন করার জন্য নিকট বর্তী BDO/SDO অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, প্রয়োজনীয় নথিপত্র সহ ফর্ম জমা দিতে হবে, যাচাইয়ের পর সুবিধা ভোগীর নাম তালিকা ভুক্ত হবে। আধার কার্ড, ভোটার আইডি, জাতি শংসাপত্র (যদি থাকে), ব্যাংক একাউন্টের ডিটেলস, বয়স প্রমাণপত্র।

কীভাবে জানবেন আপনি নির্বাচিত হয়েছেন কি না?

আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে তথ্য জানানো হবে, স্থানীয় প্রশাসনের নোটিশ বোর্ডেও তালিকা প্রকাশ করা হতে পারে, প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার দপ্তরে যোগাযোগ করা যাবে। শুধুমাত্র প্রান্তিক ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য এই স্কিম, সরকারি সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার প্রয়াস, পেনশন পেতে কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই, একটি পরিবারে একাধিক সদস্য পেনশন পেতে পারেন নির্দিষ্ট শর্তে।

এই জয় বাংলা পেনশন প্রকল্পের মাধ্যমে বয়স্কদের নিয়মিত মাসিক সহায়তা, আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি, সরকারি নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি। রাজ্যের সকল বয়স্ক মানুষদের জন্য এটি একটি খুবই দরকারি প্রকল্পের মধ্যে অন্যতম এবং উল্লেখিত তথ্য ও নিয়ম পালনের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন সকলেই।

 

আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন

আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন