রাজ্যে আসছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কারণ কী?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ৷ আগামিকাল, বুধবারই পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কী কারণে আসছে তারা ?

চলতি মাসের 19 তারিখ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৷ সেই ভোটের নিরাপত্তার দায়িত্বেই আসছে এই 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, কালীগঞ্জের ভোটের জন্য 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ৷

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, যে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৷ তার মধ্যে 12 কোম্পানি ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে ৷ আর দুই কোম্পানিকে রাখা হবে ভোটের পর স্ট্রংরুমের পাহারার জন্য ৷ আগামিকালই বাহিনীর জওয়ানরা পৌঁছে যাবেন কালীগঞ্জে ৷

আরও পড়ুন:- পুং হরমোন টেস্টোস্টেরন বাড়ায় এই ব্যায়ামগুলো, রোজ অন্তত ৫ মিনিট করুন

কেন্দ্রীয় বাহিনীকে যেমন ভোটের দিন বুথের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ৷ পাশাপাশি ভোটের আগেও এলাকায় টহলদারির দায়িত্ব দেওয়া হয় তাদের ৷ যাকে বলা হয়, এরিয়া ডমিনেশন৷ মূলত, ভোটারদের মন থেকে ভয়-ভীতি দূর করতেই এই কাজ করা হয় ৷ সেই এরিয়া ডমিনেশনের কাজ বুধবার থেকেই কেন্দ্রীয় বাহিনী কালীগঞ্জে শুরু করে দেবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এই প্রথমবার নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যেকটি বুথের বাইরে লাগানো হতে চলেছে ক্যামেরা । বুথের ভিতরে ওয়েবকাস্টিং যেমন হয়ে থাকে, তেমনই বাইরেও লাইভ স্ট্রিমিং হবে বা ক্যামেরা থাকবে । সেই ক্ষেত্রে বুথের বাইরে এই ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির উপরেও নজরে রাখতে পারবে কমিশন ।

উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা আসনে 2021 সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ (লাল) ৷ প্রায় 47 হাজার ভোটে তিনি জিতেছিলেন ৷ ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হন ৷ সেই কারণেই ওই আসনে উপনির্বাচন হচ্ছে ৷ তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদকে ৷ আর রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল হোসেন মহম্মদ এবং বিজেপির প্রার্থী আশিস ঘোষ ৷

আগামী 19 জুন ভোট গ্রহণ করা হবে এই কেন্দ্রে ৷ ফলাফল প্রকাশিত হবে আগামী 23 জুন৷ ফলে কালীগঞ্জের পরবর্তী বিধায়ক কে হতে চলেছেন, তা জানতে 23 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন:- থাইরয়েডের সমস্যায় ভুগছেন? সমাধান আছে এসব খাবারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন