রাজ্যে বসছে আমের মেলা, থাকবে শতাধিক প্রজাতি ! কবে, কোথায় ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জেলার আমবাগানগুলিতে আম পুষ্ট হয়ে আসছে ৷ আর এক সপ্তাহ পর থেকেই জলদি প্রজাতির আম গাছ থেকে পাড়া যাবে বলে অনুমান করছেন চাষিরা ৷ তবে আমের উৎপাদন শুরু হওয়ার আগেই এবারের আম মেলার দিনক্ষণ ঠিক করে ফেলল জেলা প্রশাসন ৷ বৃহস্পতিবার সন্ধেয় জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই বৈঠকে জেলা প্রশাসিক আধিকারিকদের সঙ্গে অংশ নিয়েছিলেন আমচাষি ও আম ব্যবসায়ীরাও ৷ সিদ্ধান্ত হয়েছে, আগামী 19 থেকে 21 জুন মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হবে ৷

বৈঠকে উপস্থিত, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানাচ্ছেন, “আম মেলার আয়োজনের জন্য জেলাশাসক আমাদের বৈঠকে ডেকেছিলেন ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার মালদা আম মেলা শহরের কেন্দ্রস্থলে থাকা মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে ৷ আগামী 19 থেকে 21 জুন পর্যন্ত মেলা চলবে ৷ প্রতিদিন বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে ৷ সেখানে কুইজ কনটেস্ট থেকে শুরু করে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ৷”

ETV BHARAT

জেলা প্রশাসনিক ভবনে হয় বৈঠক (নিজস্ব চিত্র)

তিনি আরও জানান, “বিভিন্ন জায়গা থেকে অসংখ্য প্রজাতির আম মেলায় নিয়ে আসা হবে ৷ মানুষ সেসব আম দেখতে পারবেন ৷ সেখানে আমগাছের চারাও পাওয়া যাবে ৷ সবাই কিনতেও পারবেন ৷ আম দিয়ে তৈরি নানা ধরনের মিষ্টি, আম দই, আমের আইসক্রিম থেকে শুরু করে আম কেকও সেখানে পাওয়া যাবে ৷ সবার কাছে আমাদের আবেদন, এবার যেহেতু শহরের কেন্দ্রস্থলে এই মেলার আয়োজন করা হচ্ছে তাই সবাই মেলায় আসুন ৷ প্রশাসনের তরফে খুব ভালো মেলার আয়োজন করা হচ্ছে ৷”

 

মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা জানিয়েছেন, “এবারের আবহাওয়া আম চাষের পক্ষে অনুকূল ৷ আমাদের আশা, এবার আমের ফলন শুধু বেশিই হবে না, উৎপাদিত আমের গুনমানও খুব ভালো হবে ৷ আম মেলায় মানুষ যেমন বিভিন্ন প্রজাতির আম দেখতে পাবেন, তেমনই সরকারি দামে বিভিন্ন প্রজাতির আমের চারাগাছ কিনতে পারবেন ৷ এতে মালদায় আমগাছের সংখ্যাও বাড়বে ৷ সাধারণত জেলার আম মেলায় শতাধিক প্রজাতির আম দর্শকরা দেখতে পান ৷ এবার প্রজাতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আমাদের অনুমান ৷ মেলায় আমচাষি ও ব্যবসায়ীরা স্টল দেবেন ৷ সেখান থেকেও বিভিন্ন প্রজাতির আম সবাই কিনতে পারবেন ৷ আমরা আশা করছি, অন্যান্য বছরের মতো এবারের আম মেলাতেও মানুষের ঢল নামবে ৷”

শুক্রবার জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেছেন, “গতকালের বৈঠকে 2025 সালের মালদা আম মেলার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ৷ আগামী 19 থেকে 21 জুন এই মেলার আয়োজন করা হচ্ছে ৷ বিভিন্ন প্রজাতির আম দেখা ও স্বাদ নেওয়ার জন্য জেলা তো বটেই, ভিনজেলা থেকেও প্রতি বছর এই মেলায় প্রচুর মানুষ উপস্থিত হন ৷ এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে ৷”

আরও পড়ুন:- কর্মশ্রী প্রকল্পে মজুরি বৃদ্ধি। কারা এই মজুরির সুবিধা পাবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন