রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিভাগ অর্থাৎ West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় সুপারভাইজার, এক্সিকিউটিভ, মেডিকেল অফিসার সহ আরো বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : West Bengal Power Development Corporation Limited (WBPDCL)

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ধরনের পদে। যেমন ধরুন –

  • Associate (Technical Post)
  • Supervisor
  • Consultant
  • Magazine in Charge
  • Assistant Magazine Incharge
  • Executive
  • Special Officer
  • Medical Officer ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হলে ন্যূনতম গ্রাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 63 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন কাঠামো (Salary Structure)

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 27,000 টাকা থেকে 94,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো 114টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম কে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করতে হবে ও তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করেছে সাবমিট করে দিলে এই আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

আবেদনকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীকালে যোগ্য চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 26.05.2025 তারিখ পর্যন্ত।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন