Bangla News Dunia, Pallab : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রেলওয়ে হাই স্কুলে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক ভাবে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে প্রাথমিক শিক্ষক অর্থাৎ PRT (Primary Teacher), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক অর্থাৎ TGT (Trained Graduate Teacher) ও স্নাতকোত্তর শিক্ষক অর্থাৎ PGT (Post Graduate Teacher) পদে আবেদন করবেন। কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, ইন্টারভিউ কবে কোথায় অনুষ্ঠিত হচ্ছে ও কি কি ডকুমেন্টস লাগবে? কত টাকা কোন পদে মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশন সহ দেখে নিন আজকের পোস্টে।
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
পদের নামঃ– প্রাথমিক শিক্ষক – PRT (Primary Teacher)
শূন্যপদঃ– প্রাথমিক শিক্ষক পদে মোট 5 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে UR- 3টি, OBC- 1টি ও ST- 1টি। এখানে কোনো নির্দিষ্ট বিষয় (যেমন English, Math, EVS) উল্লেখ করা হয়নি। তবে সাধারণভাবে বোঝা যাচ্ছে, এটি all-subject general PRT (English Medium) শিক্ষক পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতনঃ– প্রাথমিক শিক্ষক অর্থাৎ PRT (Primary Teacher) পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে, 21,250 টাকা করে।
বয়সঃ– প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে 18 বছর ও সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ– প্রাথমিক শিক্ষক- PRT (Primary Teacher) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে – উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার ও 2 বছরের D.El.Ed অথবা 2 বছরের ডিপ্লোমা এডুকেশন(স্পেশাল এডুকেশন) অথবা 4 বছরের B.El.Ed। কিংবা উচ্চ মাধ্যমিক 45% নাম্বার ও 2 বছরের D.El.Ed(NCTE-2002)। অথবা, স্নাতক পাশ ও 2 বছরের D.El.Ed অথবা স্নাতকোত্তর 55% নাম্বার ও 3 বছরের B.Ed/M.Ed করা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থী যদি TET বা CTET পাশ করেন অথবা NCTE অনুমোদিত D.El.Ed / B.Ed করেন অথবা Special Education-এ Diploma/B.Ed করেন (যেটা RCI অনুমোদিত) তাহলে যোগ্য।
পদের নামঃ– প্রশিক্ষিত স্নাতক শিক্ষক – TGT (Trained Graduate Teacher)।
শূন্যপদঃ– প্রশিক্ষিত স্নাতক শিক্ষক পদে মোট 11 টি শূন্যপদ শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যেখানে UR- 5টি, SC- 1টি, ST- 1টি, OBC- 3টি ও EWS- 1টি। এখানে কম্পিউটার সাইন্স, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, পিওর সাইন্স, সোশ্যাল সাইন্স বিষয়ে নিয়োগ করা হচ্ছে।
মাসিক বেতনঃ– TGT (Trained Graduate Teacher) অর্থাৎ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে, 26,250 টাকা করে।
বয়সঃ– TGT (Trained Graduate Teacher) পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর ও সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ– TGT (Trained Graduate Teacher) অর্থাৎ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে – স্নাতক পাশ ও 2 বছরের D.El.Ed অথবা স্নাতক কিংবা স্নাতকোত্তরে 50% নাম্বার ও B.Ed অথবা স্নাতকে 45% নাম্বার ও 1 বছরের B.Ed (NCTE) অথবা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার ও 4 বছরের B.El.Ed অথবা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার ও 4 বছর B.A/B.sc সাথে B.Ed/B.A B.Ed/B.sc,B.Ed অথবা স্নাতকে 50% নাম্বার ও 1 বছরের B.Ed (Special Education) অথবা স্নাতকোত্তরে 55% নাম্বার ও 3 বছরের B.Ed/M.Ed। এর পাশাপাশি TET/CTET পাশ থাকতে হবে। এছাড়াও হিন্দি ও ইংরেজিতে পড়াতে পারদর্শী লাগবে। আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
পদের নামঃ– স্নাতকোত্তর শিক্ষক – PGT (Post Graduate Teacher)।
শূন্যপদঃ– PGT (Post Graduate Teacher) অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক পদে মোট 8 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে SC- 1টি, ST- 1 টি, OBC- 2 টি, UR- 3টি ও EWS- 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে ইতিহাস, ভূগোল, ইংরেজি, বায়োলজি, কম্পিউটার সাইন্স, হিন্দি, পলিটিকাল সায়েন্স, সোশিওবায়লজি বিষয়ে নিয়োগ করা হচ্ছে।
বেতনঃ– PGT (Post Graduate Teacher) অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 27,500 টাকা করে।
বয়সঃ– স্নাতকোত্তর শিক্ষক – PGT (Post Graduate Teacher) পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে 18 বছর ও সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ– PGT (Post Graduate Teacher) অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, 50% নাম্বার পেয়ে মাস্টার ডিগ্রী করা থাকতে হবে উক্ত বিষয়ে সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। এর পাশাপাশি B.Ed ডিগ্রি ও কম্পিউটার সার্টিফিকেট ও হিন্দি ও ইংরেজিতে বলার দক্ষতা। আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ দেখুন।
ডকুমেন্টসঃ– প্রাথমিক শিক্ষক, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষক পদে আবেদন করার জন্য যেসমস্ত নথি লাগবে, তা হলো –
1) জন্মের প্রমাণ পত্র।
2) SC/ST/OBC/EWS সার্টিফিকেট (যদি থাকে)।
3) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
4) অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)।
5) পরিচয় পত্র।
6) রাজ্য/কেন্দ্র সরকারের গেজেটেড অফিসারের কাছ থেকে ভাল চরিত্রের সার্টিফিকেট।
7) NOC সার্টিফিকেট (যারা চাকরি করেন)
আবেদন পদ্ধতিঃ– প্রাথমিক শিক্ষক, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষক পদে আবেদন আগে থেকে করতে হবে না। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট নথি সহকারে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে। আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।
ইন্টারভিউ স্থানঃ– PRT (Primary Teacher) অর্থাৎ প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 17/07/2025 তারিখে। রিপোটিং সময় – সকাল 8.30 ও ইন্টারভিউ 10.30। আর প্রশিক্ষিত স্নাতক শিক্ষক অর্থাৎ TGT (Trained Graduate Teacher) পদে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 16/07/2025 তারিখে। রিপোটিং সময় – সকাল 8.30 ও ইন্টারভিউ সকাল 10. 30। অপরদিকে PGT (Post Graduate Teacher) অর্থাৎ স্নাতকোত্তর শিক্ষক পদে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 15/07/2025 তারিখে। রিপোটিং সময় – সকাল 8.30 ও ইন্টারভিউ সকাল 10.30 মিনিট। আর ইন্টারভিউ স্থান সকল পদের Railway HS School, N F Railway, Alipurduar JN।