রাজ্য কি পারবে ₹১০,০০০ কোটির ধাক্কা সামলাতে ? পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৬ সপ্তাহের সময়সীমার মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে। এই রায় রাজ্য সরকারি কর্মীমহলে আশার আলো জাগালেও, রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা এবং সম্ভাব্য আর্থিক সঙ্কট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

সুপ্রিম কোর্টের নির্দেশ ও তার তাৎপর্য

মাননীয় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। এই অর্থ মেটানোর জন্য রাজ্যকে ৬ সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই নির্দেশটি ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল।

বর্তমান ডিএ পরিস্থিতি ও কর্মীদের ক্ষোভ

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন (এপ্রিল ২০২৫-এ ৪ শতাংশ বৃদ্ধির পর)। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পান। এই বিশাল ব্যবধান দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা পাওয়া কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার বলেই মনে করা হয়।

রাজ্য সরকারের আর্থিক চ্যালেঞ্জ

সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারের উপর একটি বড় আর্থিক বোঝা চাপিয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, বকেয়া ডিএ-র এই ২৫ শতাংশ মেটাতে রাজ্য সরকারের প্রায় ১০,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে রাজ্য সরকারের অন্দরমহলে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়েছে বলে খবর।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন