রাজ্য ধেয়ে আসছে বৃষ্টিপাত, ১৫ জেলায় সতকর্তা জারি আবহাওয়া দপ্তরের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ক্রমাগত তাপপ্রবাহের কারণে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। দিনের বেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়ায় হাসপাতালগুলিতেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তবে এই তীব্র গরমের মধ্যে খানিকটা স্বস্তির আশার খবর শোনালো হাওয়া অফিস। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি

দক্ষিণবঙ্গের জন্য ঝড়বৃষ্টির পূর্বাভাস

আজ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এসব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে রাজ্যের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

তাপপ্রবাহের সর্তকতা বহাল

বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় আগামী তিন দিন হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দিনের বেলায় রোদের তীব্রতা এতটাই বেশি যে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর।

তাপপ্রবাহের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপরেও। ইতিমধ্যে কিছু জেলা প্রশাসন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে সময়সীমা কমিয়ে দিয়েছে এবং অনেক জায়গায় দুপুরের পর স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন