রাজ্য সরকারের ডাকে সাড়া ! সস্ত্রীক জগন্নাথ মন্দিরে পৌঁছলেন দিলীপ ঘোষ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্দেশে রওনা দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারের আমন্ত্রণে তাঁর এই যাত্রা বলে জানা গেছে। তবে প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন যেখানে তাঁরই সহকর্মী শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছিলেন, তা উপেক্ষা করে কাঁথি পেরিয়ে দিঘায় যাচ্ছেন দিলীপ! এহেন কাণ্ড দেখে হতবাক রাজ্যবাসী।

আরও পড়ুন:- পহেলগাম হামলার মাস্টারমাইন্ড প্রাক্তন পাক প্যারা-কম্যান্ডো হাশিম মুসা, বিস্তারিত জানুন

এদিন দিঘায় পৌঁছনোর পর দিলীপ ঘোষকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অরূপ বিশ্বাস। এরপর সংবাদ মাধ্যমের সামনে দিলীপ বলেন, ‘অক্ষয়তৃতীয়ার দিন একটা শুভ দিন। এই দিনে আমরা পূজার্চনা, ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েই থাকি। এ রকম একটা দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণও জানানো হয়েছে। কেন যাব না? অক্ষয়তৃতীয়ার দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে। মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ। ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না!’

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

এরপর কাঁথিতে না যাওয়ার প্রসঙ্গে দিলীপ আরও বলেন, ‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি। অক্ষয় তৃতীয়ায় এরকম অজস্র অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি।’

আরও পড়ুন:- Paracetamol বেশি খেলেই লিভার-কিডনির মারাত্মক ক্ষতি, বিকল্প উপায় কী? জানুন

অন্যদিকে, দিলীপের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (BJP Shuvendu Adhikari) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না। আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’

আরও পড়ুন:- ভারতেই এই দুই মিসাইলের সামনে পাকিস্তানের সব শক্তি ফিকে । বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন