Bangla News Dunia, Pallab : থানার পুলিশের পর আমাদের এই পশ্চিমবঙ্গে আর যদি কোন লেভেলে পুলিশ সব থেকে বেশি পরিশ্রম করে থাকে, তাহলে সেটা হলো রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়াররা। কেনরা এই সিভিক ভলেন্টিয়াররা সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ এক কথা বলতে গেলে সবসময়ই পুলিশকে তাদের নিত্যদিনের সমস্ত রকম কাজে সহায়তা করে থাকে।
আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !
কিন্তু তাদের বেতন থানার পুলিশের থেকে বেশ অনেকটাই কম। শুধুমাত্র রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের এখন বর্তমানে প্রতিমাসে 10,000 টাকা বেতন দেওয়া হয়। আর এই এত কম পরিমাণ বেতনে নিজের পরিবারের খরচ চালাতে বেশ হিমশিম খেতে হয় সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের। এই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য গত বছর আগস্ট মাস থেকেই বেশ অনেক আলাপ আলোচনা হচ্ছিল।
2011 সালে রাজ্যজুড়ে পুলিশকে সাহায্য করার জন্য এই নতুন পদের সৃষ্টি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্য সরকার। তখন থেকে এখন পর্যন্ত সিভিকরা রাজ্যের পুলিশদের সমস্ত রকম ভাবে সহায়তা করে আসছে। এখন বর্তমানে এই রাজ্যে প্রায় 1.3 লক্ষ্ সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন। আর এই সমস্ত কারণের জন্যই রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক নতুন সুখবর নিয়ে এলো। তাহলে চলুন দেরি না করে সমস্ত বিষয়টা একটু দেখে নিন বিস্তারিত
মুখ্যমন্ত্রী নতুন কি সুবিধা নিয়ে এলেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য ?
আগে সিভিক ভলেন্টিয়াররা কোনো রকম ঋণ পেতেন না কেননা তারা চুক্তিতে আবদ্ধ ছিলেন। রাজ্যের সমস্ত সিভিকদের ভারতীয় স্টেট ব্যাঙ্ক অর্থাৎ SBI তে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু যেহেতু এরা আগে থেকেই চুক্তিতে আবদ্ধ রয়েছে এবং সেই চুক্তিতে লেখা রয়েছে যে, যেহেতু রাজ্য রাজ্য সরকার পুলিশের এই নতুন পদটি অস্থায়ীভাবে তৈরি করেছিলেন তার জন্য তাদের কোনো রকম ঋণ দেওয়া যাবে না।
আরও পড়ুন :- কানে ব্যথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা
মূলত তার জন্যই কোনরকম ব্যাংক সিভিকদের ঋণ প্রদান করত না এমনকি তাদের কোন আর্থিক সমস্যা হলেও পাওয়া যেত না ঋণ। রাজ্য সরকার এবার এই সমস্যার সমাধানের জন্য নতুন ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই নিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কোনরকম ইতিবাচক ছাড়া দেয়নি বরং দিয়েছে অন্য আরেকটি ব্যাংক।
আর রাজ্য সরকার এবার নতুন এক চুক্তির মাধ্যমে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ করে দেবে। কিন্তু ঋণ পেতে অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের সেই মূল্যের কোনো জিনিস বন্ধক রেখে আসতে হবে সেখানে, যেমন ধরুন বাড়ির কিংবা জায়গার দলিল, সোনার গহনা ইত্যাদি। আর আরেকটি গুরুত্বপূর্ণ এর মধ্যে খবর হলো যে এবার থেকে আর SBI সিভিক ভলেন্টিয়ারদের বেতন অ্যাকাউন্ট পরিচালনা করবে না।
কেননা নতুন চুক্তি অনুযায়ী সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বেতনের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। এই নতুন প্রক্রিয়াটি চলতি ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করতে হবে বলে নোটিশ দিয়ে দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি