Bangla News Dunia, Pallab : বহু প্রতীক্ষার পর আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলা। আগামী ১৪ মে, বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। একাধিকবার পিছিয়ে যাওয়া এই মামলার দিকে এবার নজর রয়েছে লক্ষাধিক রাজ্য সরকারি কর্মীর।
আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি
গত সপ্তাহেও হয়নি শুনানি
গত বুধবার (৮ মে) ছিল ডিএ মামলার নির্ধারিত শুনানির দিন। কিন্তু রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সেই দিন মামলাটি শুনানির জন্য ওঠেনি। ফলে মামলাটি ফের পিছিয়ে যায়।
কেন পিছিয়ে গেল শুনানি?
রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে আবেদন জানান মামলাটি পিছিয়ে দেওয়ার জন্য। তিনি জানান, তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যেটি আগে শুনানি পেতে হবে। ফলে ডিএ মামলার শুনানি সম্ভব হয়নি।
শুনানির নতুন দিন ধার্য
দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট আগামী ১৪ মে দুপুর ২টায় ডিএ মামলার শুনানির জন্য দিন ধার্য করেছে। এবার কর্মীদের আশার চোখ বুধবারের দিকে।
১৬ বার পিছিয়েছে শুনানি
এখনও পর্যন্ত ডিএ মামলাটি ১৬ বার পিছিয়েছে। এর মধ্যে ১১ বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি। রাজ্য সরকারি কর্মীদের মতে, এই বিলম্ব উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকার ইচ্ছাকৃতভাবে মামলা বিলম্বিত করছে।