রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ধর্মঘটের আশঙ্কা! গ্যাস বুকিং করার আগে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) পেতে গ্রাহকদের সমস্যা বেড়েই চলেছে। গ্যাস ডিস্ট্রিবিউটররা ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সমস্যার মূল কারণ হলো ডিলারদের বিভিন্ন দাবি দাওয়া এবং সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ। প্রতি গ্যাস সিলিন্ডার প্রতি কমিশন বৃদ্ধি না হলে আগামী কিছু দিনের মধ্যে এই সম্ভাবনা সত্যি হওয়ার আশঙ্কা রয়েছে (Liquefied Petroleum Gas).

রান্নার গ্যাস সিলিন্ডার সংকটে ভোগান্তি বাড়ছে

LPG ডিস্ট্রিবিউটরদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা দীর্ঘ দিন ধরে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চান। কিন্তু এমনটা সরকারের তরফে তাড়াতাড়ি না করা হলে খুব শীঘ্রই কিছু না কিছু বড় সিদ্ধান্ত তারা গ্রহণ করবে এবং এই বাড়ি বাড়ি গিয়ে গ্যাস ডেলিভারি একেবারে বন্ধ করে দেওয়া হবে।

LPG নিয়ে তাদের মূল দাবি গুলো হলো

  • পরিবহণ ভাড়া বৃদ্ধি ও কমিশন পুনর্বিন্যাস
  • নিরাপত্তা সংক্রান্ত খরচে সহযোগিতা
  • ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন
  • তারা জানাচ্ছেন, যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তারা সর্বভারতীয় ধর্মঘটে যেতে বাধ্য হবেন।

সাধারণ মানুষের ওপর প্রভাব

  1. ধর্মঘটের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সাধারণ গৃহস্থরা।
  2. রান্নার গ্যাস না থাকলে পরিবারের দৈনন্দিন জীবন যাত্রা ব্যাহত হবে।
  3. গ্রামাঞ্চলে বিকল্প ব্যবস্থা কম থাকায় সংকট আরও তীব্র হবে
  4. শহরাঞ্চলেও হোটেল ও রেস্তোরা ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে
  5. অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেলেও রান্নার ব্যবস্থা বন্ধ হওয়ার সম্ভাবনা

LPG গ্যাস বুকিং ও ডেলিভারিতে সমস্যা

বর্তমানে বহু গ্রাহক অভিযোগ করছেন যে, তারা গ্যাস বুক করেও সময় মতো সিলিন্ডার পাচ্ছেন না। কিছু এলাকায় ৭ থেকে ১০ দিনেরও বেশি সময় লাগছে ডেলিভারিতে। সময় থাকতে সিলিন্ডার রিফিল করুন, LPG কোম্পানির অ্যাপ ও ওয়েবসাইটে নজর রাখুন, স্থানীয় ডিস্ট্রিবিউটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। সরকারি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্র বিষয়টি নিয়ে নজর রাখছে এবং আলোচনা চালাচ্ছে LPG ডিলারদের সংগঠনের সঙ্গে।

প্রয়োজনে জরুরি ডেলিভারির জন্য বিশেষ পরিকল্পনাও নেওয়া হতে পারে, সরকার চাইছে, যেন কোনো ভাবেই সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে। তবে ধর্মঘট বাস্তবায়িত হলে সাময়িক সমস্যার মুখে পড়তেই হবে। এই সমস্যার মূল অংশ ডিজিটাল অব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত। অনেক ডিস্ট্রিবিউটর এখনও আধুনিক সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করেন না। ফলে – বুকিং ডেটা হারিয়ে যাচ্ছে, স্টক আপডেট সঠিকভাবে হচ্ছে না, গ্রাহক সাপোর্ট দুর্বল হচ্ছে, এক্ষেত্রে সরকারের উচিত হবে আরও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।।

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন