Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, রাম মন্দিরের উদ্বোধনের দিনটিকে এ বার থেকে প্রতিষ্ঠা দ্বাদশী দিবস হিসেবে পালন করা হবে।
গত বছর ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই উদ্বোধনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এ বছর ১১ জানুয়ারি।
ইন্দোরের একটি অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন, ‘অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে।’
সঙ্ঘ প্রধান মনে করেন, হিন্দুদের আস্থার জোরেই রাম মন্দির নির্মাণের নির্দেশ মিলেছিল। তবে তিনি উল্লেখ করেন, গোটা বিশ্বকে এই মুহূর্তে বোঝানোর প্রয়োজন রয়েছে যে, ভারতে সব ধর্মের মধ্যে সদ্ভাব রয়েছে। সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। বহুত্ববাদে জোর দিয়ে তিনি বলেছিলেন, ‘ভারতই একমাত্র দেশ, যেখানে রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস উৎসব পালন করা হয়। কারণ আমরা হিন্দু।’
একই সঙ্গে সঙ্ঘ প্রধানের সংযোজন, ‘ভারতে সম্প্রীতি বজায় রয়েছে এ কথা দুনিয়াকে বোঝাতে গেলে আমাদের একটি মডেল তৈরি করতে হবে। রাম মন্দির নির্মাণের পর কিছু কিছু মানুষ ভেবে ফেলেছেন বিভিন্ন জায়গায় এইভাবেই মন্দির-মসজিদ ইস্যু তৈরি করে নাম কামাতে পারবেন। হিন্দু নেতা হতে পারবেন। এই প্রবণতা মেনে নেওয়া যায় না। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর অনেকেই ভাবতে শুরু করেছেন তাঁরা এই ধরনের বিবাদ তৈরি করে নিজে হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন।’
ভারতের বহু এলাকাতেই মসজিদের জায়গায় মন্দির ছিল বলে দাবি করে বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। বহু ধর্মীয় স্থানে এই মর্মে সমীক্ষারও নির্দেশ দিয়েছে অনেক আদালত। এই আবহে মোহন ভাগবতের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?
আরও পড়ুন:– ‘ব্যাঙ্কের অ্যাপে’ এ বার সাইবার হানা, আসল-নকল না বুঝলে বড় বিপদ শিয়রে…