রাশি অনুযায়ী ২০২১ সালে প্রেম জীবন ! দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাশি অনুযায়ী ২০২১ সালে প্রেম জীবন ! ২০২০ সালে একের পর এক খারাপ ঘটনা ও মহামারীকে কেন্দ্র করে যা ঘটে গিয়েছে তারপর আশা নিয়ে ২০২১ সালের দিকে তাকিয়ে সব মানুষ। এবার ২০২১ সালে সব রাশির প্রেম জীবন কেমন কাটতে চলেছে ? দেখে নেওয়া যাক।

১. মেষ — প্রেমের পক্ষে খুবই ভালো বছর। প্রেম বা রোম্যান্স নিয়ে খারাপ ভাবনা করবেন না। মে মাসের পর থেকে একটু খারাপ সময় আসতে পারে। তবে অগাস্টের পর সময় ভালো কাটবে।

২. বৃষ —- একটু ধৈর্য ধরলেই প্রেমের বাঁধন শক্ত হবে। এপ্রিল মাসের পর থেকে প্রেম ভাগ্য তুঙ্গে থাকবে। মাঝে মাঝে আপনার সঙ্গী বিনা কারণে রেগে যেতে পারেন। তা সামলাতে হবে।

৩. মিথুন —- প্রেমের ক্ষেত্রে এই বছরে আপনারা ভাগ্যবান হয়ে উঠবেন। প্রেমের ক্ষেত্রে বড়সড় সারপ্রাইজ পেতে পারেন।

৪. কর্কট —- প্রেম জীবনে কিছু অপ্রীতিকর মুহূর্ত নিয়ে আসতে পারে। কখনো সংঘাতের মাত্রা বাড়তে পারে।

৫. সিংহ —– প্রেমে পরতে পরতে উপভোগ করার আনন্দ পাবেন। এপ্রিল থেকে জুন মাস প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অক্টোবরের দিকে একটু সাবধান হোন।

৬. কন্যা —- আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন। কাউকে মনের কথা জানাতে চাইলে এবার বলুন।

৭. তুলা —– এই ২০২১ সালেই হতে পারে বিয়ে। প্রেমজীবনে ২০২১ সালে বহু উত্থান পতন হবে। তবে আপনি সফল হবেন।

৮. বৃশ্চিক — সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে এই বছর। যাঁরা বিয়ে করবেন ভাবছেন এগিয়ে যেতে পারেন।

৯. ধনু —- প্রেমভাগ্য আপনার তুঙ্গে থাকবে। প্রমের ক্ষেত্রে বড়সড় সাফল্য পেতে পারেন।

আরো পড়ুন :- জানুন ধন ( অর্থ ) আগমন কাদের ভাল হয়

১০. মকর — বছরের প্রথম ভাগে প্রেমের ক্ষেত্রে ভাগ্য তুঙ্গে থাকবে। পরে কিছু সমস্যা আসতে পারে।

১১. কুম্ভ —- কুম্ভ রাশির কাছে প্রেমের বছর। এপ্রিল , মে, অগাস্ট, সেপ্টেম্বর প্রেমের জন্য মাস।

১২. মীন —- প্রেমের জন্য ২০২১ সাল আপনাকে কিছুটা সুখ দিতে পারে।

Highlights

1. রাশি অনুযায়ী ২০২১ সালে প্রেম জীবন ! 

#Astro Tips #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন