Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে কেতুর অশুভ অবস্থান খুবই কষ্টকর। তবে শুভ অবস্থানে কেতু গ্রহ প্রচুর লাভ দেয়। ২০২৩ সালের অক্টোবর মাসে একই রকম কিছু ঘটবে যখন কেতু পিছিয়ে যাবে এবং তুলা রাশিতে প্রবেশ করবে। এই বছরের ৩০ অক্টোবর, কেতু তুলা রাশিতে গমন করবে এবং যার ফলে চারটি রাশির ভাগ্য পরিবর্তন হবে। এই চারটি রাশির লোকেরা তাদের কর্মজীবনেও বৃদ্ধি দেখতে পাবে।
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
চন্দ্র যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে পীড়িত বা দুর্বল হয়, তাহলে কেতুর অশুভ প্রভাবে ব্যক্তি বিষণ্ণ অবস্থায় চলে যায়। কারণ চন্দ্র ও কেতুর বিশেষ সম্পর্ক আছে। কিন্তু উলটোটা হলে জীবন সুন্দর হয়। অক্টোবর মাস থেকেই কেতুর অবস্থানের সুবিধা পাবেন ৪টি রাশি। দেখে নিন, তারা কারা —
বৃষ রাশি :- এই রাশির মানুষরা যদি দীর্ঘ দিন ধরে কিছু মানসিক চাপের মধ্যে থাকেন, তবে এই সময়ে তা থেকে স্বস্তি পাবেন। কর্মসূত্রে দূরে যাত্রা করার সুযোগ পাবেন। সম্পর্কের উন্নতি হবে। ব্যবসা বাড়বে । আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে আপনি আরও সুবিধা পাবেন।
সিংহ রাশি :- এই রাশির মানুষের মনকে শান্ত করবে কেতুর গমন। এই সময়ের মধ্যে আপনি মিষ্টি কথা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে করা কঠোর পরিশ্রম ভালো প্রভাব দেখাতে শুরু করবে এবং আপনার মর্যাদা বৃদ্ধি পাবে।
ধনু রাশি :- এই রাশির জন্য এই সময়টা আশীর্বাদের চেয়ে কম হবে না। পুরনো রোগবালাই থেকে মুক্তি পাবেন এই সময়ে। কেরিয়ারের ক্ষেত্রে দারুণ উন্নতি হবে এই সময়ে। ব্যবসায় নতুন প্রকল্প হাতে নেওয়ার সুযোগ পাবেন। তা থেকে লাভ হবে।
মকর রাশি :- এই রাশির মানুষেরা কেতুর রাশি পরিবর্তন থেকে সুবিধা পাবেন। মকর রাশির জাতকদের জন্য সময়টি লাভের হবে। আপনি যদি চাকুরিজীবি হন, তবে এই সময় আপনাকে পদোন্নতির পাশাপাশি একটি বড় সুযোগ দেবে। হাতে অর্থও আসতে পারে। ব্যবসায় উন্নতি লাভ করবেন।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)