Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য যেমন ভাগ্যের উজ্জ্বলতা, কেরিয়ারে সাফল্যের অন্যতম কারণ, তেমনই শনি হলেন কর্মফল দাতা। এঁদের দুজনের গোচর খুব শীঘ্রই আসন্ন। উল্লেখ্য, জ্যোতিষ শাস্ত্র মতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি গ্রহই নিজের মতো করে অগ্রসর হয়। সেই নিয়মেই আসন্ন সময়ে সূর্য ও শনির গোচর হতে চলেছে।
আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির
আগামী ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছে আর ১৭ জুন কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি। শাস্ত্র অনুসারে দুটি গ্রহের পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে জুন মাসে। কুম্ভে শনি প্রবেশ করছে বক্রী আকারে। যার ফলে কম বেশি সব রাশিতে প্রভাব পড়তে চলেছে। তবে দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে সূর্য ও শনিদেবের রাশি পরিবর্তনের সুপ্রভাব প্রভাব পড়তে চলেছে ——
মিথুন রাশি :- সব দিক থেকে এই সময়কালে এই রাশির মানুষেরা পেতে চলেছেন বিশেষ লাভ। চাকরিতে এই সময়কালে পাবেন দারুন উন্নতি। সব জায়গার সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।
সিংহ রাশি :- সূর্য আর শনির পরিস্থিতি সিংহ রাশির মানুষের শুভ সময় এনে দেবে। চাকরিতে বিশেষ লাভ হবে। ব্যবসায়ে লাভের আশা থাকছে। চাকরিতে উন্নতির প্রবল যোগ। বৈবাহিক জীবনে আসতে চলেছে দারুন সুখ।
কন্যা রাশি :- শেয়ার বাজারে যদি লগ্নি করে থাকেন তাহলে লাভের আশা প্রচুর। ব্যবসায়ে রয়েছে উন্নতির যোগ। কর্মস্থলে আপনার কাজে সন্তুষ্ট হয়ে অনেকেই আপনার প্রশংসা করেবন। উন্নতির রাস্তা আরও প্রশস্ত হবে।
মকর রাশি :- এই রাশির মানুষেরা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। প্রেমে আগের থেকে বাড়বে বিশ্বাস। সম্পর্ক আগের থেকে হবে মজবুত। কোনও রকমের ঋণ থেকে পেতে পারেন মুক্তি।
আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)