রাস্তায় আপনাকে দেখে কুকুর চেঁচাচ্ছে, কী করবেন? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

indian dog

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রত্যেকেরই জানা উচিত কীভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হয়, ভয় না পেয়ে।

চেঁচাবেন না, দৌড়বেন না। ওরা ভয় পেলে বা উত্তেজিত হলেই বেশি আক্রমণাত্মক হয়।

শরীরটা শক্ত করে রাখুন, চোখে চোখ রাখবেন না। এভাবে ওরা বুঝবে আপনি হুমকি নন।

স্ট্রে কুকুরদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তারা ভয় পেয়ে প্রতিক্রিয়া দেখাতে পারে।

‘যা’, ‘ভাল’ ইত্যাদি শান্ত গলায় বললে অনেক সময় কুকুর পিছিয়ে যায়।

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

একটু বিস্কুট বা ব্রেড দিলে ওরা শান্ত হয়ে যায়। খিদে থেকে অনেক সময় আগ্রাসন হয়।

পিঠ দেখিয়ে দৌড়োবেন না। ধীরে ধীরে সরে গেলে কুকুরও থেমে যাবে।

আপনি যদি নিয়মিত ওদের খাওয়ান বা সদয় ব্যবহার করেন, ওরাও আপনাকে চেনে ও বিশ্বাস করে।

কামড়ালে কী করবেন?

সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে, স্থানীয় হাসপাতালে গিয়ে Anti-Rabies টিকা নিন। দেরি নয়।

আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন