রাস্তায় তান্ত্রিকের মন্ত্র শুনে 4 বছরের শিশুকে খুন করে পুঁতে দিল নাবালিকা, কোথায় ঘটলো ভয়ানক ঘটনা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভয়ানক কাণ্ড মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ! রাস্তায় যেতে যেতে নাকি এক তান্ত্রিক 12 বছরের নাবালিকাকে কাছে ডাকে ৷ তারপই তার কানে কানে কিছু বলে দেয় ৷ তারপরই পাড়ারই এক বাড়িতে ঢুকে যায় সে ৷ সেই সময় বছর চারেকের এক শিশু উঠোনে খেলছিল ৷ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 4 বছরের ছেলেটিকে তুলে নিয়ে যায় নাবালিকা ৷ তারপর এক নির্মীয়মাণ ব্লিডিংয়ের কাছে নিয়ে গিয়ে পুঁতে দেয় ৷

 বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, দুই দিন আগে অর্থাৎ মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয় শিশুটি ৷ তার বাবা-মা কোথাও তাকে খুঁজে না-পেয়ে সিরোল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, 4 বছরের ওই শিশুটিকে পাড়ারই এক 12 বছরের মেয়ে খুন করেছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ এরপর সিরোল পুলিশ চারটি দল গঠন করে শিশুটির খোঁজ শুরু করে।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

এলাকার অভিজাত কসমো আনন্দ কলোনির আশেপাশের সিসিটিভি ফুটেজও পুলিশ খতিয়ে দেখে ৷ ফুটেজে দেখা যায়, শিশুটিকে তার বাড়ি থেকে মেয়েটি নিয়ে পালিয়ে যাচ্ছে । পুলিশের সন্দেহ আরও গাঢ় হয় ৷ তারপরই মেয়েটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সিরোল থানার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে মেয়েটি বারবার বয়ান বদলায় ৷ পুলিশকে সে জানায় নির্মীয়মাণ ভবনের কাছে শিশুটিকে পুঁতে দিয়েছে ৷ এরপর দেহটি উদ্ধার হয় ৷

গোয়ালিয়রের এসপি ধরমবীর সিং জানান, জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি বলে প্রথমে সে বলে ওই বাচ্চাটিকে খাবার কিনে দেওয়ার জন্য তার সঙ্গে নিয়ে গিয়েছিল ও পরে ফিরে আসে। কিন্তু সিসিটিভিতে মেয়েটিকেই একা ফিরে আসতে দেখা গিয়েছে, এমনটা পুলিশ বলতে তখন বয়ান বদলে দেয় ৷ সে বলে, রাস্তায় দেখা হওয়া এক তান্ত্রিকের মন্ত্রে সে এই অপরাধ করেছে। তাই এখনও পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি শিশু মনোবিজ্ঞানীর সাহায্যও নেওয়া হয়েছে ৷

শিশুটির দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, নাবালিকাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কেন সে এই কাজটি করেছে এবং তার সঙ্গে আর কারা ছিল, তাও জানতে চাই পুলিশ ৷ কারণ পুলিশের অনুমান, সে একা এই ধরনের ঘটনা ঘটায়নি ৷

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন