Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লক্ষ্য ভাইরাল হওয়ায় ৷ তাই রিল বানাতে গিয়ে শুয়ে পড়ল রেললাইনের মাঝে ৷ ট্রেন আসতে দেখে শরীর টানটান করে জীবনের ঝুঁকি নিয়ে ওই অবস্থাতেই রেললাইনে পড়ে থাকল বছর বারোর নাবালক ৷ দ্রুত গতিতে এক্সপ্রেসও চলে গেল ৷ আর সেদৃশ্য বন্দি করছে তার সঙ্গীরা ৷ চলছে হাসাহাসি, চিৎকার, উল্লাস ৷ যা দেখে গা শিউরে উঠবে ৷
ট্রেন চলে গেলে উঠে দাঁড়িয়ে নাবালক বোঝাতে চাইলেন স্টান্ট কারে কয় ৷ সিনেমাতে যা দেখানো হয় তা এইকরমই ৷ ওড়িশার বৌধ জেলার অন্তর্গত বানসুনি থানার অন্তর্গত একটি গ্রামে থাকে ওই নাবালক ৷ গত 29 জুন বন্ধুদের সঙ্গে রেলওয়ে ট্র্য়াকের মাঝখানে শুয়ে রিলস বানাবে বলে সিদ্ধান্ত নেয় ৷ তারপরই চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়ে ছেলেটি ৷ ট্রেনটি চলে যাওয়ার পরেও যখন ছেলেটি অক্ষত রয়েছে ৷ সেইসময় পাশে দাঁড়িয়ে থাকা কয়েক জনকে হাততালি দিতেও শোনা গিয়েছে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করে 15 বছর বয়সি তারই এক বন্ধু ৷ এই ভিডিয়ো রিল হিসাবে আপলোড করে সোশাল মিডিয়ায় ৷ এরপরই তা ভাইরাল হয়ে যায় ৷
সচেতনতামূলক প্রচার করছে ইস্ট কোস্ট রেলওয়ে
গত 5 জুলাই এই ক্লিপটি চোখে পড়ে পুলিশ প্রশাসন ও রেলের ৷ বালাঙ্গিরের RPF তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পুরুনাপানি স্টেশনের কাছে দালুপালির কাছে। ওই এলাকার স্থানীয় বানসুনি থানায় বিষয়টি জানায় ৷ এভাবে বিপজ্জনক কেরামতি দেখানোর জন্য আরপিএফ, স্থানীয় পুলিশ, গ্রামবাসীদের সাহায্যে ওই দু’জনকে আটক করে ৷ 1989 সালের রেলওয়ে আইনের 153, 145(বি) এবং 147 ধারায় উভয়ের বিরুদ্ধে মামলা (C3C/439) দায়ের করা হয়। ওই এলাকার অভিভাবকদের সতর্কও করা হয় ৷
আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।
রেললাইনে এই ধরনের কেরামতি না-দেখানোর জন্য সতর্ক করেছে পুলিশ।
ইস্ট কোস্ট রেলওয়ে এরপরই সচেতনতামূলক প্রচার করছে ৷ জানানো হয়েছে, ক্ষণিকের আনন্দের জন্য রিল তৈরি করতে গিয়ে জীবনকে এক লহমায় শেষ করতে দিতে পারে ৷ এই ধরনের কাজ কেবল বেআইনিই নয়, এর থেকে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। রেলওয়ে স্টান্ট সোশাল মিডিয়ায় কন্টেন্ট তৈরির জায়গা নয়। এরকম বিনোদনের জন্য রেললাইনে এসে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না ৷ সেইসঙ্গে, বর্তমান প্রজন্মের তরুণদের রেললাইনে এই ধরনের কেরামতি না-দেখানোর জন্য সতর্ক করেছে পুলিশ। সোশাল মিডিয়ায় ছেলেমেয়ের গতিবিধি নজরে রাখার জন্য সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে বাবা-মায়েদেরও।
আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন