রেলের নতুন নিয়ম ? ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে ট্রেনে ওঠা যাবে না ! জানুন সত্যিটা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ট্রেনযাত্রা খুবই পছন্দের। কিন্তু অনেক সময়েই তাড়াহুড়ো বা চাহিদার কারণে টিকিট কাটার পর দেখা যায় সেটি কনফার্মড হয়নি, রয়েছে ওয়েটিং লিস্টে (Waiting List বা WL)। এই ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে ট্রেনে ওঠা যাবে কি না, বিশেষ করে এসি (AC) বা স্লিপার (Sleeper) ক্লাসের মতো সংরক্ষিত কামরায়, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে এই বিষয়টি আবার স্পষ্ট করেছে। আসুন জেনে নিই বিস্তারিত।

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

মূল বিষয়: ওয়েটিং লিস্ট টিকিট এবং সংরক্ষিত কামরা

ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি আপনার টিকিট শুধুমাত্র ওয়েটিং লিস্টে (WL) থাকে, অর্থাৎ সেটি RAC (Reservation Against Cancellation) বা কনফার্মড (Confirmed) নয়, তবে আপনি এসি (AC) বা স্লিপার (Sleeper) ক্লাসের মতো কোনও সংরক্ষিত কামরায় ভ্রমণ করতে পারবেন না

  • কেন এই নিয়ম?
    • সংরক্ষিত কামরাগুলিতে অতিরিক্ত ভিড় এড়ানো।
    • কনফার্মড বা RAC টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করা। ওয়েটিং লিস্ট যাত্রীরা কামরায় প্রবেশ করলে বৈধ টিকিটধারীদের বসা বা শোয়ার জায়গায় অসুবিধা হয়, এবং কামরার মধ্যে চলাচলেও সমস্যা তৈরি হয়।
  • RAC টিকিটের ক্ষেত্রে কী হবে? মনে রাখবেন, এই নিয়ম RAC টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি আপনার টিকিট RAC স্ট্যাটাসে থাকে, তবে আপনি ট্রেনে উঠতে পারবেন এবং আপনাকে একটি বসার আসন (সাধারণত সাইড লোয়ার বার্থ শেয়ার করে) দেওয়া হবে। পরে কোনও আসন খালি হলে আপনাকে সম্পূর্ণ বার্থও দেওয়া হতে পারে।
  • ওয়েটিং লিস্ট টিকিট থাকলে কী করণীয়?
    1. সাধারণ কামরা (General Coach): আপনি চাইলে ওই ট্রেনের জেনারেল বা অসংরক্ষিত কামরায় ভ্রমণ করতে পারেন, যদি সেই কামরা উপলব্ধ থাকে এবং আপনার কাছে সেই অনুযায়ী টিকিট বা অনুমতি থাকে।
    2. টিকিট বাতিল: আপনি টিকিট বাতিল করে রিফান্ড নিতে পারেন।
      • অনলাইন টিকিট (IRCTC): যদি চার্ট তৈরির (সাধারণত ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে) পরেও আপনার অনলাইন টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং টিকিটের টাকা নির্দিষ্ট দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এর জন্য আপনাকে কিছু করতে হবে না।
      • কাউন্টার টিকিট: যদি কাউন্টার থেকে কেনা টিকিট চার্ট তৈরির পরেও ওয়েটিং লিস্টে থাকে, তবে আপনাকে ম্যানুয়ালি টিকিট বাতিল করতে হবে। ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ৩ ঘন্টা) স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট জমা দিয়ে রিফান্ড সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন