Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রেলের বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা ! গত বছরের ফেব্রয়ারিতে অর্থাৎ ২০১৯শে ১,৪০,৬৪০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল RRB ও RRC। তার মধ্যে নন টেকনিকাল পপুলার ক্যাটাগরি , মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি ও গ্রুপ সি লেভেল ওয়ান। আগেই রেলের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড । CEN ০৩/২০১৯-র অধীনস্থ মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড বিভাগের জন্য এই নিয়োগ পরীক্ষা হবে। RRB-র বিশেষ নোটিশে বলা হয়েছে, পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক। আগামী ১৫ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজিত হবে।
আবেদনকারী প্রার্থীরা পরীক্ষার ১০ দিন আগে পরীক্ষাকেন্দ্র ও নির্দিষ্ট দিন জানতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে SC/ST পরীক্ষার্থীরা তাঁদের যাতায়াতের পাস ডাউনলোড করতে পারবেন। সংশ্লিট পরীক্ষার ৪ দিন আগে থেকে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইট এ। যা RRB-র বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছে। RRB NTPC , মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড বিভাগের জন্য এবং গ্রুপ সি লেভেল-১ পোস্টের জন্য এই নিয়োগ করা হবে বলে জানানো হয়। সেজন্য প্রায় ২ কোটি আবেদনপত্র জমা পড়েছে। বর্তমানে বিভিন্ন বিভাগের জন্য আবেদনপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করেছে RRB।
আরও পড়ুন :- IBPS PO ২০২০ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ! বিস্তারিত পড়ুন
ধাপে ধাপে পর পর পরীক্ষা বিভাগ অনুযায়ী করানো হবে বলে জানানো হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। আরো জানতে নজর রাখুন রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।
Highlights
1. রেলের বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা !
2. আরো জানতে নজর রাখুন রেলের অফিসিয়াল ওয়েবসাইটে
#RRB #RRC #NTPC #LEVEL-1