Bangla News Dunia, Pallab : দেশ জরুরি দারুণ সিদ্ধান্ত সরকারের। আপনার বা পরিবারের রেশন কার্ড থাকলে এই খবরটি আপনারই জন্য। ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। ভারত সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই। এই সুবিধা পেতে আপনার রেশন কার্ডে ই-কেওয়াইসি লিঙ্ক করা আবশ্যক। আসুন জেনে নেওয়া যাক কোন কোন মাসের রেশন একসঙ্গে পেতে চলেছেন। নিচে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, শেষ পর্যন্ত পড়ুন –
আরও পড়ুন : গ্রীষ্মে দই ভীষণ উপকারী, তবে এইসব ক্ষেত্রে বেশি খাওয়া উচিত নয়।
কেন তিন মাসের রেশন একসঙ্গে?
সাধারণত বর্ষাকালে রেশন বিতরণে সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান কারণগুলো হলো:
- বন্যার সম্ভাবনা: জুন-থেকে-অগস্ট মাসে ভারী বৃষ্টি ও বন্যার কারণে রেশন বিতরণ বাধাগ্রস্ত হতে পারে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- পরিবহন সমস্যা: বর্ষায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে তাই এর ফলে সুবিধা হবে।
- জরুরি অবস্থা: কোভিড-১৯ এর মতো পরিস্থিতিতে যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়
কারা কারা পাবেন এই সুবিধা?
কার্ডের ধরন | সুবিধার পরিমাণ |
---|---|
অন্তোদয় অন্ন যোজনা (AAY) | প্রতি মাসে ৩৫ কেজি চাল/গম (৩ মাসে ১০৫ কেজি) |
প্রাথমিক খাদ্য নিরাপত্তা (PHH) | প্রতি মাসে ৫ কেজি চাল/গম (৩ মাসে ১৫ কেজি) |
রাজ্য বিশেষ রেশন স্কিম | রাজ্য সরকার নির্ধারিত পরিমাণ |