রোহিতের পথেই বিরাট, অবসর নিচ্ছেন কোহলিও ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রোহিতের পর এবার বিরাট। সতীর্থের পথ অনুসরণ করে লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। সূত্র মারফত খবর এমনটাই। জানা গিয়েছে, ইতিমধ্যই তিনি BCCI-কে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন। অনুমান, ইংল্যান্ড ট্যুর শুরুর আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন কিং কোহলি। খবর প্রকাশ্যে আসতেই মন ভারাক্রান্ত বিরাট ভক্তদের।

আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের ইংল্যান্ড সফর। তবে ৫ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে সম্ভবত দেখা যাবে না। কয়েক দিন আগেই BCCI-কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি। তবে এক BCCI আধিকারিক ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধও করেছেন।

মাত্র কিছু দিন আগেই ‘জয়-বীরু’-র জুটির একজন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ভারত-পাকিস্তান যুদ্ধ এবং IPL স্থগিতের মধ্যেই রোহিতের অবসরের ঘোষণা যেন খানিক আকস্মিক ছিল। রোহিতের পথেই এবার হাঁটতে চলেছেন বিরাটও। বার্বাডোসে গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরও ঠিক একই ভাবে কুড়ি-বিশের ফরম্যাট থেকে রোহিত এবং বিরাট সরে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন

পুনরায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হতে চলেছে। আর শুরুতেই রয়েছে ইংল্যান্ড টেস্ট সিরিজ। কিছু দিনের মধ্যেই সেই সিরিজের জন্য দল বাছাই করতে বসবে সিলেকশন কমিটি। তবে সেই বাছাই পর্বের আগেই রোহিত এবং বিরাট লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। শোনা যাচ্ছিল ইংল্যান্ড সিরিজে ক্যাপটেন্সির ভার সরিয়ে নেওয়া হতে পারে রোহিতের কাঁধ থেকে। যদিও তার আগে তিনি নিজেই সরে গেলেন।

BCCI সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এর আগে ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন মে মাসের শেষ সপ্তাহের আগেই ভারতীয় দল ঘোষণা হবে।

২০২৪-২৫ টেস্ট সিজনটা মোটে ভালো কাটেনি বিরাট কোহলির। স্টার ব্যাটারকে অস্ট্রেলিয়া সফরের ৫ ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফিতে রান তুলতে বেশ খানিকটা স্ট্রাগল করতে হয়েছিল। ৫ ম্যাচ তাঁর রান ছিল মাত্র ১৮৬। পার্থে প্রথম ম্যাচে শতরান করা সত্ত্বেও বাকি ৪ ম্যাচে মাত্র ৮৬ রান করেছিলেন কোহলি। কোহলির জন্য অস্ট্রেলিয়া ট্যুর বেশ চ্যালেঞ্জিং ছিল।

ক্রিকেট জীবনে কোহলি খেলেছেন মোট ১২৩ টেস্ট। তাঁর ঝুলিতে রয়েছে ৯ হাজার ২৩০ টেস্ট রান। করেছেন ৩০টি শতরান।

আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন