লং টার্মে ইনভেস্ট করবেন? নজর রাখুন এই ৬ মিড ক্যাপ সংস্থার স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার বাজার থেকে চটজলদি লাভের আশায় বিনিয়োগ করে থাকেন অনেকে। আবার দীর্ঘমেয়াদে জন্য লগ্নি করে সম্পদ সৃষ্টির দিকেও নজর থাকে অনেকের। তবে স্বল্পমেয়াদি লগ্নিতে ঝুঁকি থাকে অনেক বেশি। বাজারের পরিস্থিতি অনেক বিষয়ের উপর নির্ভর করে। তাই কখন বাজারের অবস্থা ডাউন থাকবে, তা আগাম আন্দাজ করা অনেক সময় বিশেষজ্ঞদের পক্ষেও সম্ভব হয় না। এই অনিশ্চয়তায় পড়তে না চাইলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সবথেকে ভালো বিকল্প। কারণ এতে মার্কেটের স্বল্পমেয়াদি অস্থির পরিস্থিতি নিয়ে মাথা খারাপ করার প্রয়োজন পড়ে না।

এই প্রতিবেদনে ৬ সংস্থার স্টকের ব্যাপারে জানানো হয়েছে। এই মিড ক্যাপ স্টকগুলি ৬টি ভিন্ন সেক্টরের। স্টক অ্যানালিস্টরা এই সব স্টকের বিভিন্ন প্যারামিটার বিশ্লেষণ করে দেখেছেন। আর্নিং কমপোনেন্ট স্কোর থেকে শুরু করে রিক্স কমপোনেন্ট স্কোর বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদের জন্য এই ৬ স্টকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। স্টক মার্কেটে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবলে অবশ্যই নজরে রাখুন এই সব স্টক।

Kirloskar Oil Engines Limited: রেসিডেন্সিয়াল এবং কমার্সিয়াল ব্যবহারের জন্য ডিজ়েল ইঞ্জিন এবং জেনারেটর তৈরি করে এই সংস্থা। দমকলের কাজে ব্যবহৃত ইঞ্জিনও তৈরি করে এই সংস্থা। এখন এই সংস্থার স্টকের দাম ৮১৯ টাকা। বিশ্লেষকরা জানাচ্ছেন, আগামী এক বছরে ৮৫ শতাংশ পর্যন্ত দাম বাড়তে এর শেয়ারের।

CESC Ltd: পাওয়ার সেক্টরের এই সংস্থার স্টকও দীর্ঘমেয়াদি লগ্নির জন্য বেছে নিতে পারেন। এখন এই সংস্থার স্টকের দাম ১৩৫ টাকা। আগামী এক বছরে এই সংস্থার শেয়ার দর বাড়তে পারে ৫২ শতাংশ পর্যন্ত।

Sanofi India Ltd: ফার্মা সেক্টরের মিড ক্যাপ সংস্থার স্টক দীর্ঘমেয়াদে বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এখন এই সংস্থার স্টকের দাম ৫ হাজার ৪৭১ টাকা। আগামী ১ বছরে ৪৮ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার।

Protean eGov Technologies Ltd: এই সংস্থার স্টকেও নজর রাখতে পারেন। এখন এর শেয়ার দর ১ হাজার ৪৪৩ টাকা। আগামী এক বছরে ৪৭ শতাংশ পর্যন্ত দামম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সংস্থার স্টকের।

Kajaria Ceramics Ltd: বিল্ডিং মেটেরিয়াল সেক্টরের এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। এখন এই সংস্থার স্টকের দাম ৯৬৯ টাকা। এক বছরে ৩৪ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এই সংস্থার।

Gujarat Pipavav Port Ltd: এই মিড ক্যাপ সংস্থা শিপিং সেক্টরের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। এখন এর স্টকের দাম ১৪৮ টাকা। এই স্টক কেনা থাকলে তা হোল্ড করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী এক বছরে ২২ শতাংশ দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই স্টকের।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- সুখবর ! 1 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ স্যালারি! বিরাট ঘোষণা করল সরকার

আরও পড়ুন:- ভয়ঙ্কর ঘটনা কঙ্গোতে, জেল ভেঙে শতাধিক মহিলাকে ধর্ষণ, কেন ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন