লক্ষ্য POK ! হুঁশিয়ারি দিলেন মোদী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সন্ত্রাসবাদ’ জারি রাখলে যে ভুগতে হবে, তা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি। পহেলগাঁও হামলার পর যোগ্য জবাব দেওয়ার সেই দৃশ্যও দেখেছে দেশবাসী। তবে ফের এমন হলে, তা নিছকই আক্রমণেই থেমে থাকবে না। কারণ এর দেশবাসীর ভাবাবেগও জড়িয়ে রয়েছে। অপারেশন সিঁদুরের পর রাজস্তানের বিকানেরে এসে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বয়ে যাচ্ছে..’, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এদিন ফের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

প্রতিটা সন্ত্রাসবাদের জন্যে পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাদেরই এর ভরপাই করতে হবে। পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা মেটাবে। প্রধানমন্ত্রী এও বলেন, দিল্লি থেকে রাজস্তানের যে বিমানবন্দরে তিনি নেমেছন, এটিও নিশানা করেছিল পাকিস্তান। কিন্তু সফল হয়নি। সামান্যটুকুও ক্ষতি করতে পারেনি।

তিনি বলেন, এরপর কথা হলে, শুধুই পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। POK নিয়ে। যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের রপ্তানি জারি রাখে, তাহলে প্রতিটার জন্য মূল্য দিতে হবে। পাকিস্তানকে জল সরবারহ করবে না ভারত। তার অধিকার খোয়াতে হবে। ভারতীয়দের রক্তের সঙ্গে খেললে, পাকিস্তানকে বড় মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন