‘লজ্জাজনক, দ্রুত শেষ হোক’, ভারতের প্রত্যাঘাত নিয়ে প্রতিক্রিয়া ট্রাম্পের, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানে প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তানের ৯ টি জঙ্গি শিবির একের পর এক হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে গিয়েছে জইশ ই মহম্মদ, লস্কর এ তৈবার প্রশিক্ষণ শিবির। মঙ্গলবার গভীর রাতে এই প্রত্যাঘাতের পরই এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা সহ বাকি বিশ্ব। ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং আশা করেছেন যে এটি “খুব দ্রুত” শেষ হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় ‘এটি লজ্জাজনক, আমরা এই বিষয়ে শুনেছি। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন

গত রাতে প্রত্যাঘাতের পরই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে ফোনে পরিস্থিতির কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি তাঁরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন’ তাঁর কথায়, ‘ওয়াশিংটন পারমাণবিক শক্তিধর এশিয়ান প্রতিবেশীদের সঙ্গে  শান্তিপূর্ণ সমাধানের  জন্য যোগাযোগ অব্যাহত রাখবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। মঙ্গলবার তার মুখপাত্র ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়ে বলেন, ‘মহাসচিব নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকেই সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না।’

আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত

সংযুক্ত আরব আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বিবৃতিতে জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহী ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য উত্তেজনা প্রশমন করতে আহ্বান জানিয়েছে।’ যদিও ভারত আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছে, যে পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন, হামলা চালানোর ক্ষেত্রে সেনা যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত মাতা কী জয়।’

আরও পড়ুন:- সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন