Bangla News Dunia, দীনেশ :- লস্করের সব ‘ষড়যন্ত্র’এর কথা জানে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা (Tahawwur Rana)। এমনকি পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) সঙ্গে যুক্ত সমস্ত ‘ষড়যন্ত্র’এর কথা জানে সে ! এমনটাই দাবি এনআইএ’র (NIA)। লস্কর প্রধান হাফিজ সইদের সব ভবিষ্যৎ পরিকল্পনাও তার জানা রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন
বৃহস্পতিবার দিল্লির বিশেষ এনআইএ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মুম্বই হামলার চক্রী রানাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। লস্কর এবং হাফিজ সইদ ভারতের বিরুদ্ধে কীভাবে এবং কী ষড়যন্ত্র করছে বা করতে পারে এসবের তথ্য রানার কাছে রয়েছে।
আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন
গত সোমবার রানার এনআইএ হেপাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার তার বয়ান রেকর্ডের আবেদন করেছিল এনআইএ। তাকে নিয়মিত জেরারও অনুমতি চাওয়া হয়। তদন্তকারী আধিকারিকদের দাবি, হেপাজতে রানার স্বাস্থ্যের খেয়াল রাখা হচ্ছে। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। শুনানির পর আদালত জানিয়েছে, ১২ দিনের জন্য রানাকে ফের এনআইএ হেপাজতে পাঠানো হয়েছে।