Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অপারেশন সিঁদুরের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। পহেলগাঁও হামলার বদলা হিসাবে ভারতের এহেন স্ট্রাইকে ঘুম উড়েছে পাকিস্তানের। এবার শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই আবহে এবার সে দেশের লাহোরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ঘর ছেড়ে রাস্তায় জড়ো হয়েছেন বাসিন্দারা। বাজছে সাইরেন। সবমিলিয়ে এক আতঙ্কের পরিবেশ।
পাকিস্তানের একটি টিভি চ্যানেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন রোডে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে। ওয়াল্টন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সাইরেন বাজানোর পর, মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। আশেপাশের এলাকাগুলিতে আকাশে ধোঁয়া দেখা গিয়েছে।
আরও পড়ুন:- পাক সেনার গুলিতে পরপর মৃত্যু, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন সীমান্তবর্তী গ্রামবাসীরা
পুলিশ সূত্রে খবর, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণটি ড্রোনের কারণে হতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যামিং সিস্টেমের কারণে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে বলে খবর। লাহোরের আকসারি ৫ নম্বর রোডের কাছেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগাঁওে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হিন্দুদের হত্যা করা হয়। হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি বাতিলের মতো সিদ্ধান্ত। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার দাবি উঠে দেশজুড়ে। এই আবহে বুধবার মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় স্ট্রাইক করে ভারতীয় সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর।
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই কয়েক দিনে বেড়ে যাবে হিমোগ্লোবিন, এই ৫ খাবার খান