Bangla News Dunia, দীনেশ :- ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) শেষ হয়েছে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি। প্রত্যাঘাতের পর সতর্কতা বাড়ল দেশের একাধিক বিমানবন্দরে। সূত্রের খবর, ভারতের উত্তর, মধ্য এবং পশ্চিম মিলিয়ে প্রায় ২৭টি বিমানবন্দর ( 27 airports in India) আগামী ১০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আজ বাতিল করা হয়েছে ৪৩০টি বিমান (Flights cancelled)।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনি কীভাবে করবেন ? জেনে নিন
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার সহ আরও বেশ কয়েকটি বিমান সংস্থা আগামী ১০ মে পর্যন্ত বিমান বাতিল করেছে। এছাড়াও ৪৩০টি বিমান এদিন বাতিল করেছে। শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পটিয়ালা, ভাতিন্ডা, হলওয়ারা, পাঠানকোট, ভুন্তর, শিমলা, গগ্গল, ধর্মশালা, কিশনগড়, জৈসলমের, জোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গ্বালিয়র এবং হিন্ডন এইসমস্ত বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এরই পাশাপাশি কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত এই আকাশপথে বিমান চলাচল প্রায় বন্ধ এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিও পাকিস্তানের আকাশসীমা বাদ দিয়ে ভারতের (India) বিমানবন্দরগুলিতে ওঠানামা করছে।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন
উল্লেখ্য, মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশের ১৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘটনা সামনে আসার পর একের পর এক বিমান বাতিল করে বিমান সংস্থাগুলিও। তবে এই প্রত্যাঘাতের আবহে বিশেষ করে উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের বিমানবন্দরগুলি নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।