Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত সোমবার (২০ জানুয়ারি), ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর এক সপ্তাহ পর, ২৭ জানুয়ারি, তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলি সমাধানের উপর জোর দিয়েছেন দুই রাষ্ট্রনেতা।
তাঁদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিপাক্ষিক আগ্রহের বিষয়গুলির মধ্যে ছিল বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারিত্ব। ফের একবার আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্প শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেও, এই প্রথম তিনি ফোন করলেন নয়া আমেরিকান প্রেসিডেন্টকে।
প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকান সরকারের আমন্ত্রণে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে, তাঁর হাত দিয়ে ‘বন্ধু’ ট্রাম্পের জন্য একটি চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতেই চিনের পাশাপাশি ভারত সফর করার আগ্রহ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।